বেলারুশে পুতিনের সঙ্গে আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান জেলেনস্কির

জিবি নিউজ 24 ডেস্ক //

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বেলারুশে আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি জানিয়েছেন, ইউক্রেন রাশিয়ার সঙ্গে আলোচনা করতে প্রস্তুত। তবে সে আলোচনা প্রতিবেশি বেলারুশে নয়। খবর এএফপির।

ইউক্রেনে আগ্রাসন চালানোর জন্য ঘনিষ্ঠ মিত্র বেলারুশের ভূখণ্ড ব্যবহার করেছে রাশিয়া। রুশ সেনারা বেলারুশ সীমান্ত দিয়ে ইউক্রেনে প্রবেশ করে। এ কারণে বেলারুশে অনুষ্ঠিত কোনো আলোচনায় অংশ না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন জেলেনস্কি।

 

ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন, যারা ইউক্রেনে আগ্রাসন চালাতে আগ্রহী নয়- এমন অন্য কোনো স্থানে এ আলোচনা হতে পারে।

বর্তমানে ইউক্রেনে রাজধানী কিয়েভ ও এর দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভে তীব্র লড়াইয়ের খবর পাওয়া যাচ্ছে। রুশ বাহিনীর সঙ্গে লড়াই চললেও এখনও শহর দুটির নিয়ন্ত্রণ রয়েছে ইউক্রেনের বাহিনীর হাতে।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্রের বরাত দিয়ে ভারতের বার্তাসংস্থা এএনআইয়ের খবরে বলা হয়, তারা খারকিভ এলাকায় ইউক্রেনের ২২৩টি ট্যাংক ও অন্য সামরিক সরঞ্জাম, ২৮টি যুদ্ধবিমান, ৩৯টি রকেট লাউঞ্চার, ৮৬টি মর্টার ও ১৪৩টি সামরিক যান ধ্বংস করতে সক্ষম হয়েছেন।

এ পরিস্থিতিতে জেলেনস্কি বলেন, আগ্রাসনকারীরা সবকিছুর ওপরই হামলা চালিয়ে যাচ্ছে; বাদ যাচ্ছে না অ্যাম্বুলেন্সও।

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন