মৌলভীবাজারে চা শ্রমিক শব্দÍকর অসহায় গরীব প্রতিবন্দিী মানুষের পাশে সোস্যাল এইড বাংলাদেশ

মৌলভীবাজার প্রতিনিধি \ লাইফ এইড এর অর্থায়নের এবংসোস্যাল এইড এর আয়োজনে জেলার চা শ্রমিক শব্দÍকর অসহায় গরীব প্রতিবন্দিী মানুষের পরিবারের মধ্যে কোবিড-১৯ পরিবর্তী পুর্ণবাসনে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
গতকাল (২৭ ফেব্রæয়ারি) রবিবার দুপুরে কাকিয়া বাজার উচ্চ বিদ্যালয় মাঠে এ খাদ্য সামগ্রী বিতরন করা হয়। খাদ্য সামগ্রীর মধ্যে ছিল ২৫ কেজি চাল,৫ কেজি সোয়াবিন তৈল,২ কেজি আটা,২ কেজি ডাল,১কেজি লবন।
জেলা পলিসি ফোরামের সভাপতি নজরুল ইসলাম মুহিব এর সভাপতিত্বে এবং সোস্যাল এইড এর উপদেষ্ঠা এস,এ হামিদ পরিচালনায় খাদ্য সমাগ্রী বিতরণ করেন বাংলাদেশ চা গবেষনা ইনিষ্টিউট (বিটিআরআই) এর পরিচালক ড.মোহাম্মদ আলী।  
বিতরন অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশ চা গবেষনা ইনিষ্টিউট (বিটিআরআই) এর প্রধান বৈঞ্জানিক কর্র্মকর্তা ড.তৈৗফিক আহমদ শ্রীমঙ্গল উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মিতালী দত্ত কাকিয়া বাজার উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাডÍ প্রধান শিক্ষক স্বপনা মজুমদার সোসাল এইড এর প্রতিনিধি প্রকৌশলী বাবুল আক্তার,মো: ইসহাক মিয়া পরিতোষ দে, প্রমুখ। পরে অতিথিরা জেলার ৫৫০টি পরিবারের চা শ্রমিক শব্দÍকর অসহায় প্রতিবন্দিী মানুষের মধ্যে খাদ্য সামগ্রী বিতরন করেন । ত্রান সামগ্রী পেয়ে অসহায় মানুষের মধ্যে হাসি ফুটে। অনেকে তাদের প্রতিক্রিয়ায়  সরকার,ত্রাতা সংস্থা ও আয়োজনকারীদের কৃতঞ্জতা প্রকাশ করেন।  ছবি ৫টি। 
 

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন