জেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে সিপিএএম ইউকে’কে সম্মাননা সনদ-পত্র প্রদান

সৈয়দ করিম ছায়েম:

মৌলভীবাজার জেলার বয়স-ভিত্তিক উঠতি ক্রিকেটারদের তাদের প্রতিভা বিকাশে উৎসাহিত করতে জেলা ক্রীড়া সংস্থার সাথে সিপিএএম ইউকে’র একটি যৌথ উদ্যোগে এবছর অনুর্ধ-১৬ জেলাদেলের স্পন্সরের মাধ্যমে আমরা তা চালু করতে সম্মত হয়েছি।

গত বুধবার ২৪শে ফেব্রুয়ারি ২০২২ রাতে মৌলভীবাজার জেলা ক্রীড়া সংস্থা কর্তৃক আয়োজিত
অনুষ্ঠানের মাধ্যমে বাংলাদেশে সফররত সিপিএএম ইউকে'র সহ-সভাপতি সৈয়দ এলাহী পাপ্পু এবং সিপিএএম ইউকে'র সদস্য খোকন মিয়া ও জুলফিকার জুনাল এর হাতে সম্মাননা সনদটি তুলে দেন মৌলভীবাজার জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আলহাজ্ব মিহবাউর রহমান, জেলা ক্রীড়া সংস্থার ক্রিকেট কমিটির সদস্য সচিব নাহিদ হোসেন, সহ-সভাপতি সিলেট বিভাগীয় ক্রিকেট কমিটি মাহবুব ইজদানী ইমরান, সিপিএএম সদর সভাপতি ফখরুল ইসলাম রাজু, সিপিএএম সদর সাধারণ সম্পাদক ইমামুল হক রিপন সহ আরো অনেকে।

উক্ত অনুষ্টানে সিপিএএম ইউকে'র পক্ষ থেকে জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক, ক্রিকেট কমিটির সদস্য-সচিব এবং সিপিএএম সদরের সভাপতিকে সম্মাননা ক্রেষ্ট তুলে দেয়া হয়।

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন