বিএমডব্লিউ গাড়ি পেলেন নতুন সিইসি

gbn

জিবি নিউজ 24 ডেস্ক //

যাতায়াতের জন্য অত্যাধুনিক বিএমডব্লিউ গাড়ি পেয়েছেন নতুন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।

সোমবার (২৮ ফেব্রুয়ারি) সকালে প্রথম কার্যদিবসে বিএমডব্লিউ (ঢাকা-মেট্রো-ভ-১১-১৯৬৬) চড়ে নির্বাচন কমিশন ভবনে গিয়ে দায়িত্ব বুঝে নেন তিনি।

 

রোববার শপথ নেওয়ার পরই সরকারি যানবাহন অধিদপ্তর পুল থেকে সিইসি কাজী হাবিবুল আউয়ালের নামে বিএমডব্লিউ গাড়িটি বরাদ্দ দেওয়া হয়। এর আগের সিইসি কেএম নূরুল হুদা গাড়িটি ব্যবহার করেছেন। তার আমলেই গাড়িটি বরাদ্দ দেওয়া হয়েছিল।

সিইসির গাড়িচালক রাজীব মোল্লা গণমাধ্যমকে জানান, সাবেক সিইসি স্যার বিদায় নেওয়ার পরই গাড়িটি পরিবহণ পুলে জমা দেওয়া হয়। গতকাল নতুন সিইসি শপথ নেওয়ার পর স্যারের বাসায় গাড়িটি পাঠানো হয়।

গাড়িটি ২০১৮ সালের ১৪ অক্টোবরে প্রধান নির্বাচন কমিশনারের জন্য বরাদ্দ দেওয়া হয়। নির্বাচন কমিশন সচিবালয় থেকে একটি ভালো মানের গাড়ির জন্য চাহিদাপত্র দেওয়ার পরিপ্রেক্ষিতে সিইসির নামে বিএমডব্লিউ গাড়িটি বরাদ্দ আসে।

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন