জিবিনিউজ 24 ডেস্ক //
ব্রিটেনে গত ২৪ ঘন্টায় (বুধবার) করোনায় আক্রান্তের সংখ্যা বেড়েছে। তবে মৃত্যুর সংখ্যা স্থিতিশীল। গত ১ মে’র পর সর্বাধিক সংখ্যক মানুষ করোনায় আক্রান্ত হলেন। যা করোনা মহামারির শুরুর পর থেকে তৃতীয় সর্বোচ্চ। গত ২৪ ঘন্টায় আক্রান্ত হয়েছেন ৬১৭৮ জন।
এদিকে আজও গত ১৪ জুলাইর পর সর্বাধিক সংখ্যক মানুষের মৃত্যু হয়েছে গত ২৪ ঘন্টায়। মৃত্যু বরণ করেছেন ৩৭ জন। গতকাল মঙ্গলবার ছিলো ৩৭ জন, সোমবার ছিলো ১১ জন, রবিবার ছিলো ১৮ জন, শনিবার ছিলো ২৭ জন, শুক্রবার ছিলো ২৭ জন। মোট মৃতের সংখ্যা ৪১ হাজার ৮৬২ জন। এই মৃত্যুর পরিসংখ্যান আজ সকাল ৯ টা পর্যন্ত হাসপাতালে ও হাসপাতালের বাইরে করোনায় মৃতের সংখ্যা যুক্ত করা হয়েছে।
এদিকে গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৬১৭৮ জন। গতকাল মঙ্গলবার ছিলো ৪৯২৬ জন, সোমবার ছিলো ৪৩৬৮ জন, রবিবার ছিলো ৩৮৯৯ জন, শনিবার ছিলো ৪৪২২ জন, শুক্রবার ছিলো ৪৩২২ জন । আজ সকাল ৯টা পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ৪ লাখ ৯ হাজার ৭২৯ জন।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন