রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণে প্রভাব পড়বে না: রোসাটম

জিবি নিউজ 24 ডেস্ক //

রূপপুর পারমানবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণের কাজ নির্ধারিত সময়ে শেষ হবে। ইউক্রেন ও রাশিয়ার যুদ্ধাবস্থার কারণে এই প্রকল্পের নির্মাণকাজের কোনো সমস্যা হবে না।

মঙ্গলবার (১ মার্চ) এই প্রকল্পের নির্মাণকারী রাশিয়ার রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান রোসাটম এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে।

 

এক সংবাদ বিজ্ঞপ্তিতে রোসাটম জানিয়েছে, ‘রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের ক্ষেত্রে প্রদত্ত প্রতিশ্রুতি এবং কাজের শিডিউলে কোনো বিঘ্ন ঘটার সম্ভাবনা দেখা যাচ্ছে না’।

এর আগে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে সংকট শুরু হলে রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংকের সুইফট বন্ধ করে দেয়। এছাড়া আর্থিক নিষেধাজ্ঞাসহ একের পর এক নিষেধাজ্ঞা আরোপ হতে থাকলে রূপপুর পারমানবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণে সংকট হতে পারে বলে আশঙ্কা শুরু হয়।

তবে সম্প্রতি বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান কয়েকটি সংবাদ মাধ্যমকে জানিয়েছিলেন, রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে এখনই রূপপুর পারমানবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণে কোনো প্রভাব পড়বে না। তিনি আরো বলেন, এই যুদ্ধ কতখানি প্রভাব ফেলবে তা বলার সময় এখনো আসেনি।

উল্লেখ, রূপপুর পারমানবিক বিদ্যুৎকেন্দ্রে ১২’শ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতার ভিভিআর-প্রযুক্তির রিঅ্যাক্টরের দুটি ইউনিট নির্মাণ করা হবে। ২০২৩ সালে প্রথম ইউনিট এবং ২০২৪ সালে দ্বিতীয় ইউনিট চালু হওয়ার কথা রয়েছে।

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন