জিবিনিউজ 24 ডেস্ক //
আসন্ন মৌলভীবাজার জেলা পরিষদের উপ নির্বাচনে চেয়ারম্যান পদে দুইজন ও সদস্য পদে একজন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।
বুধবার বিকেল ৩টায় জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিছবাহুর রহমান মনোনয়নপত্র দাখিল করেন।
বিকেল সাড়ে ৪টায় স্বতন্ত্র প্রার্থী এম এ রহিম (সিআইপি) মনোনয়নপত্র দাখিল করেন।
এছাড়াও জেলা পরিষদের ৬নং ওয়ার্ডের উপ নির্বাচনে সদস্য পদে মাহবুবুর রহমান মনোনয়নপত্র দাখিল করেছেন।
গত ১৫ সেপ্টেম্বর মৌলভীবাজার জেলা পরিষদ উপ-নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। ১৬ সেপ্টেম্বর থেকে মনোনয়নপত্র ক্রয়। মনোনয়নপত্র ক্রয় ও জমাদানের শেষ তারিখ ছিল ২৩ সেপ্টেম্বর।
বাছাইয়ের তারিখ ২৬ সেপ্টেম্বর ও প্রার্থীতা প্রত্যাহারের শেষ তারিখ ৩ অক্টোবর। উপ-নির্বাচনে রিটার্নিং কর্মকর্তা হিসাবে দায়িত্ব পালন করবেন জেলা নির্বাচন কমকর্তা মো. আলমগীর হোসেন।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন