ইউরোপীয় ইউনিয়নের সদস্যপদ পাচ্ছে ইউক্রেন

জিবি নিউজ 24 ডেস্ক //

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সদস্যপদ পাওয়ার আবেদন গৃহিত হয়েছে।

স্থানীয় সময় মঙ্গলবার (১ মার্চ) রাতে ইইউ পার্লামেন্টে অনুষ্ঠিত এ সংক্রান্ত ভোটাভুটিতে আবেদনের পক্ষে ৬৩৪ ভোট পড়ে।বিপক্ষে ভোট দেন ১৩ জন এবং ২৬ সদস্য ভোটদানে বিরত থাকেন।

 

ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কি গত রোববার এক আবেদনে বলেছিলেন, প্রয়োজনে বিশেষ পন্থা অবলম্বন করে হলেও যেন তার দেশকে ইইউ’র অন্তর্ভুক্ত করা হয়।

ইউরোপীয় পার্লামেন্টে ইউক্রেনের আবেদন গৃহিত হওয়ার অর্থ ইইউ’তে দেশটির সদস্যপদ পেয়ে যাওয়া নয় বরং এই ভোটাভুটির মাধ্যমে ইউক্রেনকে ইইউতে অন্তর্ভুক্ত করার প্রক্রিয়া শুরু হলো মাত্র।

ইইউতে অন্তর্ভুক্ত হওয়ার জন্য একটি দেশকে ‘কোপেনহেগেন ঘোষণা’ নামক কিছু সুনির্দিষ্ট শর্তাবলী পূরণ করতে হয়। এসব শর্তের মধ্যে রয়েছে, মুক্ত বাজার অর্থনীতি, স্থিতিশীল গণতন্ত্র, আইনের শাসন এবং ইউরোসহ ইইউ’র সব আইন মেনে নিতে প্রস্তুত থাকা।

ইউক্রেনের পূর্বাঞ্চলীয় দোনবাস অঞ্চলের কর্মকর্তারা দ্বিপক্ষীয় সহযোগিতার আওতায় সম্প্রতি রাশিয়ার কাছে সামরিক সহযোগিতা চাইলে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযান চালানোর নির্দেশ দেন। ওই অভিযান বুধবার ৭ম দিনে গড়িয়েছে।

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন