মৌলভীবাজারে গো,চারণ ভূমিতে আবাসন প্রকল্প স্থাপনের অভিযোগ  

মৌলভীবাজার প্রতিনিধি \ মৌলভীবাজারে গো,চারণ ভূমিতে আবাসন প্রকল্প স্থাপন করার অভিযোগ করেছেন আইনপুর গ্রামবাসী। 
মৌলভীবাজার সদর উপজেলার আইনপুর আদর্শ গ্রামে এই ঘটনা ঘটেছে । জেলা প্রশাসক বরারবে লিখিত আবেদনে এলাকাবাসী জানান অত্র গ্রামের  অধিকাংশ মানুষ কৃষিজীবি। তাদের গবাদীপশু চারণের জন্য গ্রামের সম্মুখে একটি গো চরণ মাঠ রয়েছে, যাহা গরু ছাগলের বিচরণ ভূমি,মাঠটি অত্র এলাকার প্রাকৃতিক ভারসাম্যের পাশাপাশি  শিশুরা খেলাধুলা করে। খেলার মাঠে পাশ্বে একটি ঈদগাহ এবং কবরস্থান ও রয়েছে যেখানে জানাযা নামাজ পড়ানো হয়। এ ছাড়া মসজিদের বার্ষিক ইসলামী ওয়াজ মাহফিল হয়ে থাকে । ১৯৮৪ সালে কিছু সংখ্যাক ভূমিলঘু উক্ত জমি দখলের চেষ্টা করলে ১২/০৭/১৯৮৪ইং তারিখে অফিস স্মারক নং মুলে  বিভাগীয় কমিশনার আলী হায়দার খান মৌলভীবাজার জেলা প্রশাসকে উক্ত ভূমি সংরক্ষণের নির্দেশনা দেন,এবং এর প্রেক্ষিতে জেলা প্রশাসক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করলে ভূমিটি গবাদীপশু চারণের জন্য বরাদ্ধ করা হয় ,যাহা অদ্যবদি পর্যন্ত জমিটুকু  গবাদি পশুর খাবার এবং চারণ সহ জনসার্থে ব্যবহার হয়ে আসছে ।
আবেদন পত্রে আরও বলা হয়  যে, বর্তমান সেটেলমেন্ট অনুসারে এই ভূমি গোচর এবং খেলার মাঠ হিসাবে রেকর্ডকৃত। উক্ত ভূমিতে আবাসন প্রকল্প স্থাপন করা হলে গবাধীপশুর খাবার এবং চারণের জন্য বিকল্প কোন জায়গা থাকবে না। অত্র গ্রামবাসীর গবাধী পশু খাবার সংকটে পরবে । তাছাড়া  করবস্থান, ঈদগাহ্ এবং অতি নিকটেই শেরপুর ইকোনমি জোন ক্ষতিগ্রস্থ হবে। একদিকে যেমন গ্রামের বৃহত্তর জনগোষ্ঠী উপরোক্ত সুবিধা বি ত হবে অন্যদিকে প্রাকৃতিক ভারসাম্য ও বিনষ্ট হবে ।   বর্তমানে এলাকাবাসীর বাধা উপেক্ষা করে প্রশাসনের কিছু কর্মকর্তা তড়িগড়ি করে ঘর বানানোর পায়তারা করছেন বলে অভিযোগ করেছেন এলাকাবাসী । এ ব্যাপারে স্থানীয় সংসদ সদস্য নেছার আহমদ, পৌর মেয়র ও ইউপি চেয়ারম্যানকে অবগত করেছেন এলাকাবাসী, কিন্তু তারা আস্বস্থ করলেও এ  পর্যন্ত কোন পদক্ষেপ নেওয়া হয়নি। 

 

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন