দাম বৃদ্ধির মধ্যেও তেল উৎপাদনে রাশিয়ার ধীর নীতি

gbn

জিবি নিউজ 24 ডেস্ক //

রাশিয়া কর্তৃক ইউক্রেন আক্রমণের পর বিশ্ব বাজারে তেলের মূল্য বৃদ্ধি অব্যাহত আছে। তবে তেল উত্তোলনে ধীরে চলো নীতিতে থাকতে সম্মত হয়েছে বিশ্বের তেল উৎপাদনকারী দেশগুলোর জোট ওপেক ও রাশিয়া।

এই সিদ্ধান্ত অনুসারে প্রতি মাসে তেল উত্তোলনের পরিমাণ কেবল ৪ লাখ ব্যারেল করে বাড়ানো হবে।

 

বুধবার (২ মার্চ) মার্কিন সংবাদমাধ্যম সিএনএন নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

এ বিবৃতিতে ওপেক বলেছে, ‘বর্তমান তেলের বাজারের মৌলিক নিয়মাবলি এবং বাজার নিয়ন্ত্রণে রাখতে ওপেক সদস্যদের ঐকমত্য একটি সুষম বাজার গড়ে তোলার জন্যই। কিন্তু তেলের বাজারের বর্তমান অস্থিরতা মৌলিক নিয়মাবলির পরিবর্তনের কারণে নয় বরং বর্তমান ভূ-রাজনৈতিক সংকটের কারণে সৃষ্টি হয়েছে।’

এই ঘোষণা এমন এক সময়ে এলো, যখন বিশ্বব্যাপী অপরিশোধিত তেলের দাম ব্যারেল প্রতি ১১০ ডলারেও বেশি বেড়েছে এবং ইউরোপে প্রাকৃতিক গ্যাসের দাম একটি নতুন রেকর্ডে পৌঁছেছে।

বিশ্লেষকেরা এর কারণ হিসেবে বলেছেন, ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান তেলের বাজার অস্থির করে দিয়েছে।

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন