জিবি নিউজ 24 ডেস্ক //
বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির (বিএফডিসি) সাধারণ সম্পাদক পদে জায়েদ খানকে বৈধ ঘোষণা করেছেন আদালত। একই সঙ্গে চিত্রনায়িকা নিপুণকে জয়ী ঘোষণা করে আপিল বোর্ডের দেওয়া সিদ্ধান্তকে অবৈধ ঘোষণা করা হয়। এ রায়ের পর উত্তাল হয়ে উঠেছে এফডিসি প্রাঙ্গণ।
বুধবার (২ মার্চ) দুপুরে হাইকোর্টের এ রায় ঘোষণার পর বিকেল নাগাদ নিজের দায়িত্ব বুঝে নিতে এফডিসিতে আসেন চিত্রনায়ক জায়েদ খান। এসময় তার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করে চলচ্চিত্র শিল্পী সমিতির একাংশ। মিছিলে জায়েদ খানকে ‘দালাল’ আখ্যা দিয়ে তার গালে জুতা মারার স্লোগান তোলা হয়।
বিক্ষোভকারীরা বলেন, আমরা জায়েদ খানকে সমিতিতে চাই না। সে একটা দালাল। শিল্পী সমিতি ও আমাদের চলচ্চিত্রের ভাবমূর্তি নষ্ট হয়েছে তার হাত ধরে। আমরা আশা করবো শিল্পী সমিতির নেতারা সুপ্রিম কোর্টে যাবেন হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করবেন।
সর্বশেষ খবর অনুযায়ী, জায়েদ এবং নিপুণ উভয়ই এফডিসিতে রয়েছেন।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন