নিহত ব্রিটিশ এমপি ডেভিড এমিসের স্বপ্ন পূরণ হলো

জিবি নিউজ 24 ডেস্ক //

ইংল্যান্ডের এসেক্সবাসীর জন্য ঐতিহাসিক একটি দিন ছিল পয়লা মার্চ। কারণ এদিন সউথেনড-অন-সী আনুষ্ঠানিকভাবে টাউন থেকে সিটির মর্যাদা লাভ করলো। ঐতিহাসিক এই মুহূর্তকে স্মরণ করে রাখতে এবং প্রিন্স চার্লস ও ডাচেস অফ কর্ণওয়াল ক্যামিলাকে এক নজর দেখতে সাগর পাড়ের রাস্তার পাশে সমবেত হয়েছিলেন স্থানীয় জনগণ।

কিন্তু ঐতিহাসিক এই মুহূর্তে একজন মানুষ অনুপস্থিত। যে মানুষটির প্রতি সম্মান জানিয়ে সাউথ এন্ডকে সিটির মর্যাদা দেয়া হয়েছে, তিনি হলেন নিহত এমপি স্যার ডেভিড এমিস। কয়েক দশক ধরে সাউথ এন্ড এর জন্য সিটির মর্যাদা আদায় করতে ক্যাম্পেইন চালিয়ে আসছিলেন স্যার ডেভিড এমিস। গত বছরের অক্টোবর মাসে স্থানীয় জনগণের সাথে এক মিটিঙে তিনি ছুরিকাহত হয়ে নিহত হন।

রাণী দ্বিতীয় এলিযাবেথের নির্দেশে মঙ্গলবার সকালে সাউথ এন্ডের সিভিক সেন্টারে এসে প্রিন্স চার্লস সাউথ এন্ডকে আনুষ্ঠানিকভাবে সিটি ঘোষণা করেন। ঐতিহাসিক এই মুহূর্তকে তিনি স্যার ডেভিড এমিসের স্মরণে উৎসর্গ করেন।

এর পরেই স্যার ডেভিড এমিস এমপিকে সাউথ এন্ড সিটির প্রথম ‘ফ্রিডম অফ দি সিটি’ মর্যাদায় ভূষিত করা হয়। মরণোত্তর এই স্বীকৃতি গ্রহণ করেন প্রয়াত এমপির স্ত্রী জুলিয়া। এরপর এমপির পরিবারের পক্ষ থেকে একটি বিবৃতি পড়ে শোনানো হয়।

সিটি ঘোষণার আনুষ্ঠানিকতার পর রাজপরিবারের সদস্যরা সাগর তীরের কয়েকটি স্থাপনা ঘুরে দেখেন। স্যার ডেভিড এমিসের নামে একটি ট্রেনের উদ্বোধন করেন প্রিন্স চার্লস।

সাউথ এন্ড এখন এসেক্সের দ্বিতীয় সিটি আর ব্রিটেনের ৭৮ তম সিটি। এসেক্সের অন্য সিটি চেমসফোরড। সিটির মর্যাদা পাওয়া মূলত প্রতীকী একটি বিষয়। সরকারের মন্ত্রীদের সুপারিশে অধিষ্ঠিত রাজা কিংবা রাণীর নির্দেশে একটি এলাকা সিটির মর্যাদা পায়। একটি ক্যাথিড্রাল, একটি বিশ্ববিদ্যালয় কিংবা বড় জনগোষ্ঠীর বসবাস থাকলে একটি এলাকা সিটির মর্যাদা পেতে পারে। স্যার ডেভিড এমিসের প্রতি সম্মান জানিয়ে এই এলাকার উপনির্বাচনে কোনো প্রার্থী দেয়নি লেবার, লিবডেম সহ বড় দলগুলো। ভবিষ্যতে সিটির মর্যাদা সাউথ এন্ডে বিনিয়োগ ও সমৃদ্ধি বয়ে আনবে বলে আশা করেন নবনির্বাচিত এমপি এবং স্থানীয় লেবার পার্টির নেতারাও।

ব্রিটেনের ভবিষ্যৎ রাজা এবং রাণী এসে সাউথ-এন্ড-অন-সী কে সিটি ঘোষণা করায় স্থানীয় জনগণ এই উপলক্ষকে অন্য রকম মর্যাদায় দেখছেন।

সাগর তীরের সুন্দর এলাকা সাউথ-এন্ডের জন্য নতুন একটি অধ্যায়ের সূচনা হলো পয়লা মার্চ মঙ্গলবার।

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন