জিবি নিউজ 24 ডেস্ক //
করোনায় আক্রান্ত ব্রিটিশ রানি দ্বিতীয় এলিজাবেথ এখন অনেকটাই সুস্থ। তিনি রাজকীয় কাজ করতে শুরু করেছেন। ইতোমধ্যে দুইটি ভার্চুয়াল অনুষ্ঠানে যোগ দিয়েছেন। বাকিংহাম প্যালেসের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্সের এক খবরে এই তথ্য জানানো হয়েছে।
গত ২০ ফেব্রুয়ারি ৯৫ বছর বয়সী রানি এলিজাবেথের করোনা পরীক্ষায় পজিটিভ আসে। তার শরীরে হালকা ঠান্ডা লাগার মতো মৃদু উপসর্গ ছিল। এ কারণে তিনি বেশ কয়েকটি ভার্চুয়াল অনুষ্ঠান বাতিল করেন। যে কারণে তার শারীরিক অবস্থা নিয়ে জনমনে প্রশ্ন ওঠে।
গতকাল মঙ্গলবার খবরে বলা হয়েছে, অনুষ্ঠানে যোগ দেওয়ার মতো সুস্থ আছেন রানি এলিজাবেথ। প্রসাদের পক্ষ থেকে আরো জানানো হয়েছে, রানি কিছু ব্যক্তিগত অনুষ্ঠানেও যোগ দেবেন।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন