প্রতিবেশী দেশ উন্নত না হলে ভারত উন্নত হবে না: হর্ষ বর্ধন শ্রিংলা

জিবি নিউজ 24 ডেস্ক //

প্রতিবেশী দেশ উন্নত না হলে ভারত উন্নত হবে না বলে মন্তব্য করেছেন ভারতের পররাষ্ট্র সচিব হর্ষ বর্ধন শ্রিংলা।

গতকাল বুধবার সেন্ট স্টিফেন কলেজে ইয়ং লিডার নেইবারহুড ফার্স্ট ফেলোশিপ প্রোগ্রামের স্বাগত বক্তৃতায় তিনি এ কথা বলেন। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে শ্রিংলার পুরো বক্তব্য প্রকাশ করা হয়েছে। নেইবারহুড ফার্স্ট ফেলোশিপ প্রোগ্রামে অংশ নিয়েছে বাংলাদেশ, ভুটান, মালদ্বীপ, নেপাল ও শ্রীলঙ্কার ২১ শিক্ষার্থী।

 

বক্তৃতায় হর্ষ বর্ধন শ্রিংলা বলেন, ‌‘আমাদের প্রতিবেশী দেশগুলো এগিয়ে গেলে ভারতও এগিয়ে যাবে। আমরা দুটি বিষয়ে অগ্রাধিকার দিচ্ছি; আমাদের প্রতিবেশী দেশ ও তরুণ প্রজন্মে। আমাদের পরের প্রজন্মের জন্য আরও ভালো ভবিষ্যৎ নির্মাণই আমাদের লক্ষ্য।’

শ্রিংলা বলেন, ‘যারা আগামীতে নেতৃত্ব দেবে আমরা তাদের বুদ্ধিবৃত্তিক সম্পদের মাধ্যমে দক্ষ করে গড়ে তুলতে চাই। কারণ আজকে আমরা যেসব সমস্যার সম্মুখীন হচ্ছি তা আগামীতে আরও জটিল হতে পারে। আমরা যারা এখানে উপস্থিত আছি সবাই একে অপরের প্রতিবেশী। আমাদের মধ্যে ভৌগলিক সীমানা রয়েছে।’

ভারতের পররাষ্ট্র সচিব বলেন, ‌‘ভারতের পররাষ্ট্রনীতিতে প্রতিবেশী দেশগুলোর স্বার্থই সবার আগে। আমরা একে অপরের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করছি। কারণ আমরা সবাই পরবর্তী প্রজন্মের জন্য উন্নত ভবিষ্যৎ নিশ্চিত করতে চাই। ভারতের সমৃদ্ধি ও উন্নয়ন প্রতিবেশী দেশগুলোর সাথেই জড়িয়ে আছে। কারণে প্রতিবেশী দেশ উন্নত না হলে ভারত উন্নত হবে না।’

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন