লিবিয়া থেকে দেশে ফিরেছেন ১১৪ জন

gbn

জিবি নিউজ 24 ডেস্ক //

লিবিয়া থেকে দেশে ফিরেছেন ১১৪ জন বাংলাদেশি নাগরিক। তারা লিবিয়ার ডিটেনশন সেন্টারে আটক ছিলেন।

আজ বৃহস্পতিবার (৩ মার্চ) সকালে তারা ঢাকায় পৌঁছেছেন বলে জানা গেছে।

 

লিবিয়ার বাংলাদেশ দূতাবাস আইওএমের সহায়তায় তারা দেশে ফিরেন।

লি‌বিয়ার বাংলাদেশ দূতাবাস জানায়, দূতাবাসের ঐকান্তিক প্রচেষ্টার পর লিবিয়ার পঞ্চান্ন নম্বর ডিটেনশন সেন্টারে আটক বাংলাদেশি‌দের মধ্য থে‌কে ১১৪ জনকে আইওএমর সহায়তায় দেশে প্রেরণ করা সম্ভব হয়েছে। আইওএম কর্তৃক ভাড়াকৃত লিবিয়ার বুরাক এয়ারের এক‌টি ফ্লাইটটি মেতিগা বিমানবন্দর হতে বুধবার (২ মার্চ) বিকালে রওনা ক‌রে‌ছে। ফ্লাইট‌টি বাংলা‌দে‌শি‌দের নি‌য়ে বৃহস্প‌তিবার ঢাকায় অবতরণ করবে বলে আশা করা যাচ্ছে।

রাষ্ট্রদূত মেজর জেনারেল এস এম শামিম উজ জামান মেতিগা আন্তর্জাতিক বিমানবন্দরে প্রত্যাবর্তনকারীদের সঙ্গে সাক্ষাৎ করে তাদেরকে বিদায় জানান।

ফ্লাইটটি যথাসময়ে পরিচালনায় সর্বাত্মক সহযোগিতার জন্য লিবিয়ার অভিবাসন অধিদফতর ও মেতিগা বিমানবন্দরসহ সংশ্লিষ্ট সব কর্তৃপক্ষ এবং আইওএমকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন লিবিয়া নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল এস এম শামিম উজ জামান।

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন