আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে লন্ডনে  রেনেসাঁর আলোচনা সভা

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বৃটেনের প্রাচীনতম সাহিত্য সংগঠন রেনেসাঁ সাহিত্য মজলিস ইউকের পক্ষ থেকে পূর্ব লণ্ডনের ভ্যালেন্স রোডস্থ উডেহাম সেন্টারে গত ২৮ ফেব্রুয়ারি (সোমবার) এক সাহিত্য ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সংগঠণের সভাপতি কে এম আবুতাহের চৌধুরীর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক শিহাবুজ্জামান কামালের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন আদর্শ বার্তা নিউজ পোর্টালের সম্পাদক দেলওয়ার হোসেন সেলিম, আলহাজ্ব নুর বকশ,  হাজী ফারুক মিয়া প্রমুখ।

সভায় স্বরচিত কবিতা আবৃত্তি করেন কবি শাহ এনায়েত করিম, কবি ইমদাদুল হক, কবি সৈয়দ রফিকুল হক, কে এম আবুতাহের চৌধুরী এবং কবি শিহাবুজ্জামান কামাল।

সভায় বক্তারা ভাষা শহীদদের শ্রদ্ধার সাথে স্মরণ করেন এবং রুহের মাগফিরাত কামনা করেন। বক্তারা বৃটেনে বাংলা ভাষার ভবিষ্যৎ নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে নতুন প্রজন্মের সন্তানদের বাংলা ভাষা শিক্ষা দেওয়ার আহ্বান জানান।

অতীতের মত বিভিন্ন স্থানে বাংলা স্কুল প্রতিষ্ঠা ও স্থানীয় কাউন্সিল থেকে বাংলা স্কুলের জন্য অনুদান বরাদ্দের আহ্বান জানান। সভায় রেনেসাঁ সাহিত্য মজলিসের পক্ষ থেকে একটি বাংলা স্কুল প্রতিষ্ঠার সিদ্ধান্ত নেওয়া হয়।

সভায় সিলেটের ইসলামী সংগীত শিল্পী মিসবাহ উদ্দিনের রোগ মুক্তির জন্য দোয়া করা হয় ও চিকিৎসার জন্য কিছুটা ফাণ্ড রেইজ করা হয়।

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন