জিবি নিউজ 24 ডেস্ক //
ইউক্রেনে রুশ বাহিনীর সামরিক হামলা শুরুর পর থেকে দেশটির সীমান্ত অতিক্রম করে ৬ শতাধিক বাংলাদেশি পোল্যান্ড পৌঁছেছেন। এ তথ্য জানিয়েছেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন ।
তিনি বলেন, ইউক্রেনে যারা এখন আছেন তাদের বেশির ভাগেরই ফ্যামিলি আছে। তারা হয়তো ইউক্রেন ছাড়বেন না। এখনো ইউক্রেনে ১০০ মতো বাংলাদেশি এখন থাকতে পারেন।
শুক্রবার (৪ মার্চ) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি একথা বলেন।
পররাষ্ট্র সচিব বলেন, আমরা সেখানকার ভারতীয় দূতাবাসকে অনুরোধ জানিয়েছি, ভারতীয়দের উদ্ধারের সময় যদি বাংলাদেশি সেখানে যদি থাকেন তাহলে তাদেরও যেন সঙ্গে নেন।
যুদ্ধের ফলে রূপপুর প্রকল্পে প্রভাব পড়বে কি না এমন প্রশ্নে সচিব বলেন, নিষেধাজ্ঞার ফলে ফুল রেঞ্জে কি প্রভাব পড়বে সেটা নিয়ে আলোচনা করছি। আমরা এটা নিয়ে বিভিন্ন স্টেক হোল্ডারদের সঙ্গে কথা বলছি। এটা নিয়ে আরো বৈঠক করে সিদ্ধান্ত নেওয়া হবে।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন