জিবি নিউজঃ
মাদক, ইভটিজিং ও অসামাজিক কার্যকলাপের বিরুদ্ধে গঠিত জেলার সর্ববৃহৎ সামাজিক সংস্থা, জেলা যুব কল্যাণ সংস্হা মৌলভীবাজার এর সামাজিক ও মানবিক কাজের সাথে মিল রেখে ,সুস্থ সমাজ গঠনে শান্তির প্রয়াস এই তাদের স্লোগানটি সামনে রেখে।
জেলা কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি আলিম উদ্দিন হালিম ও সাধারন সম্পাদক, মো: নুরুল হক এর স্বাক্ষরিত এক পেডে
জগৎসী গোপাল কৃষ্ণ এম সাইফুর রহমান বিদ্যালয় ও মহাবিদ্যালয়ের, মোঃ সোয়েব আহমদ কে সভাপতি ও শামাউন আল ফারদিন উৎসব কে সাধারন সম্পাদক, করে (২৩) সদস্য বিশিষ্ট কমিটি ও ৩-জন উপদেষ্টা নির্ধারণ
করে কমিটি অনুমোদন দেওয়া হয়েছে আগামী ১ (এক) বছরের জন্য ।
মরণ নেশা মাদকের ছোবল হতে যুব সমাজকে উদ্বোধ্য করার লক্ষ্যে, যুবক তরুণ ছাত্র ছাত্রীদের কে একত্র করে জন-সচেতনতার মাধ্যমে সমাজ থেকে মাদক নামের মরণ নেশা হতে কিভাবে সমাজ পরিবর্তন করা যায় সেই লক্ষ্যে সংস্হা একের পর আরেক কমিটি ঘোষনা করছে শিক্ষাঙ্গন গুলোতে। সংস্থাটি যে সকল কমিটি ইতি মধ্যে দেওয়া হয়েছে সদর উপজেলা কমিটি, পৌর শাখা কমিটি, সরকারী কলেজ আহবায়ক কমিটি ।
তার ন্যায় সংস্হাটি জগৎসী গোপাল কৃষ্ণ এম সাইফুর রহমান মহাবিদ্যালয় এর কমিটি প্রদান করে আলোচনা ও পরিচিতি সভার মাধ্যমে।
৪ মার্চ রোজ (শুক্রবার) স্থান রেস্টইন হল রুম কুসুমবাগে, সময় সন্ধ্যা ৭ ঘটিকায়।
প্রতিষ্ঠাতা সভাপতি, আলিম উদ্দিন হালিমের সভাপতিত্বে, সদর উপজেলা যুব কল্যাণ সংস্থার, মহিলা বিষয়ক সম্পাদক , সৈয়দা শাহানা রহমান (ডলি) ও জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক, রহমান মামুন এর যৌথ সঞ্চালনায় ।
প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন : এস এম সোয়েব রহমান, সহকারী প্রসিকিউটর, মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর মৌলভীবাজার। বিশেষ অতিথি, আব্দুল কাইয়ূম বাচ্ছু, প্রবাসী দাতা সদস্য,জেলা যুব কল্যাণ সংস্থা মৌলভীবাজারের । মোহাম্মদ সাহাদাত হোসেন, সাধারন সম্পাদক , দি বিজনেস ফোরাম মৌলভীবাজার। মোঃ নুরুল হক, সাধারন সম্পাদক, জেলা যুব কল্যাণ সংস্থা মৌলভীবাজার। এসময় উপস্হিত ছিলেন, প্রধান অতিথির সহধর্মিনীর ,আরেফা বর্ণা,
জগৎসী কলেজ কার্যকরি কমিটি ও উপদেষ্টা পরিষদে যারা স্হান পেয়েছেন, উপদেষ্টা, জায়েদুল ইসলাম, মাওলানা ময়নূল ইসলাম, নজমূল খান, কার্যকরী পরিষদের, সিনিয়র সহ সভাপতি - মোঃ মাহমুদ হাসান, সহ-সভাপতি- শিজলু আহমেদ, সাংগঠনিক সম্পাদক - মিনহাজুল হক মিতুল,
অর্থ সম্পাদক - মোঃ মাহবুবুর রহমান মিনহাজ, প্রচার সম্পাদক- কামরান আহমেদ, দপ্তর সম্পাদক- ফারজান আখন্দ, তথ্য ও যোগাযোগ বিষয়ক সম্পাদক-আজিম মিয়া,
পরিকল্পনা বিষয়ক সম্পাদক ,শিপন আহমেদ কাওছার,
সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক- মোঃ ইব্রাহিম, ধর্ম বিষয়ক সম্পাদক- রেদওয়ান আহমদ, শিক্ষা বিষয়ক সম্পাদক- চিন্ময় পাল, ক্রীড়া বিষয়ক সম্পাদক- ইমাদ মিয়া,
মানবাধিকার বিষয়ক সম্পাদক- আশরাফ আহমেদ তুহিন,
আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক- জুবায়ের আহমদ, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক- ইমরান চৌধুরী , সিনিয়র সদস্য-নয়ন চন্দ্র দে নয়ন, সদস্য- কাজী তাহমিদ, রুহান আহমদ, মাসুম হাসান, তুয়েল আহমদ , শামিম আহমদ, রেদওয়ান আহমদ, ওয়ালিউর রহমান,
এছাড়া স্বায়ী কমিটি সদস্যদের মধ্যে উপস্হিত ছিলেন,
আব্দুল আহাদ,শাহিন আহমদ,জেলার কমিটির কার্যকরি পরিষদের, সহ-সভাপতি ,মোঃ ইকবাল, সাংগঠনিক সম্পাদক, এহিয়া মোদাব্বির চৌধুরী মিনহাজ, অর্থ সম্পাদক, জহিরুল ইসলাম নোবেল , ক্রিয়া সম্পাদক, মোঃসালাউদ্দিন , তথ্য যোগাযোগ ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক, সৈয়দ সুয়েব আলী সুমন, মানবাধিকার সম্পাদক, নুরুল ইসলাম রাহিন, সহ- মানবাধিকার সম্পাদক, নজমূল খান, মহিলা বিষয়ক সম্পাদক, রুমি বেগম, সদস্য ফারজানা আক্তার ,
সদর উপজেলা কমিটির, সভাপতি, শেখ নিজাম আহমদ,সাধারণ সম্পাদক, জুবেদ মিয়া,সদস্য মিনহাজ আহমদ, পৌর শাখা কমিটির , সভাপতি, নাজমূল ইসলাম আলী. যুগ্ন-সম্পাদক, আলী হায়দার নয়ন, সরকারী কলেজ কমিটির যুগ্ন-সম্পাদক, শেখ হেলাল আহমদ প্রমূখ।
অনুষ্ঠান পরবর্তি সময়ে সংস্হার প্রতিষ্ঠাতা সভাপতি আলিম উদ্দিন হালিম এর জন্মদিন পলক্ষে, রেস্টইন মিনি চাইনিজ রেস্টুরেন্টের সার্বিক সহ-যোগিতায় উপস্হিত সকলে জন্মদিন উদযাপন করেন।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন