কবিতা-ঐক্যতান লয় কলমে-মিজানুর রহমান মিজান

কবিতা-ঐক্যতান লয় 

কলমে-মিজানুর রহমান মিজান 

 

বর্ণতে বর্ণ মিলে, কবিতার ছন্দ তালে 

সৃজনশীল লেখক অমর হয়।। 

ছোট শিশু বর্ণ শিখে আধো আধো বোলে 

খাতা কলম শ্লেট ভাঙ্গে বই ছিড়ে ফেলে 

অত:পর সে জ্ঞানের করে সঞ্চয়।। 

রবি দেখে ছবি শেখে আনন্দ উল্লাসে 

চঞ্চলমতি আহরে মনের ছন্দ তালাসে 

সুসাহিত্য হয় অমলিন রয় সৃজিয়া জগতময়।। 

বর্ণে দ্বন্ধ বর্ণে ছন্দ অনৈক্যের সুর 

ভাইয়ে ভাইয়ে বাপে বেটায় খুনাখুনির অসুর 

কত আশা হয় দুরাশা নিত্য চলে ক্ষয়।। 

বর্ণে বর্ণে সর্বক্ষনে সৃষ্ট কালো ধলো 

শ্রেণী বৈষম্য বিবাদ সাম্য আঁধার আলো 

কত আশা ভালবাসা বিসর্জিত ঐক্যতান লয়।। 

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন