জিবি নিউজ 24 ডেস্ক //
হোয়াইটওয়াশ এড়িয়ে সিরিজের দ্বিতীয় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচ ১৪ বল হাতে রেখেই ৮ উইকেটে জিতে গেছে আফগানিস্তান।
ইনিংসের দ্বিতীয় ওভারেই রহমতউল্লাহ গুরবাজকে (৫ বলে ৩) আউট করে দলকে ম্যাচে ফেরানোর ইঙ্গিত দিয়েছিলেন মেহেদি হাসান। কিন্তু তা হতে দেননি আরেক ওপেনার হযরতউল্লাহ জাজাই (৪৫ বলে ৫৯*) ও উসমান গনি (৪৮ বলে ৪৭)। দলীয় ১০৫ রানের মাথায় গনি আউট হয়ে গেলেও জাজাই ম্যাচ শেষ করেই মাঠ ছাড়েন। আরেক ব্যাটার দারবিশ রাসুলি ৮ বলে ৯ রান করে থাকেন অপরাজিত।
বাংলাদেশের হয়ে একটি করে উইকেট নেন মেহেদি হাসান ও মাহমুদউল্লাহ রিয়াদ। এর আগে দুই ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয়টিতে টাইগার অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ টসে জিতে আবারও ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন।
নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে আফগানদের মাত্র ১১৬ রানের টার্গেট দিয়েছিল বাংলাদেশ। টাইগারদের হয়ে সর্বোচ্চ ২৫ বলে ৩০ রান করেন চোট কাটিয়ে দলে ফেরা মুশফিকুর রহিম।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন