পুরান ঢাকার ঐতিহ্যবাহী নাজির উদ্দিন পরিবারের বার্ষিক বনভোজন

সৈয়দ নাজমুল হাসান, ঢাকা ||

পুরান ঢাকার ঐতিহ্যবাহী নাজির উদ্দিন পরিবারের জমজমাট বার্ষিক বনভোজন অনুষ্ঠিত হয়েছে।

গতকাল শুক্রবার (৪ মার্চ) গাজীপুরের সালনায় অবস্থিত রিভেরী হলিডে রিসোর্ট এ আনন্দঘন পরিবেশে পুরান ঢাকার ঐতিহ্যবাহী নাজির উদ্দিন পরিবারের সদস্যরা পরিবার-পরিজন নিয়ে জমজমাট বার্ষিক বনভোজনের আয়োজন করে। দীর্ঘ বহুমাস করোনায় ঘরে বসে দিন যাপনের পর পরিবার-পরিজন নিয়ে মনোরম প্রাকৃতিক পরিবেশে সবুজ গাছের নিচে বসে দিনটি কাটানো এবং নাজির উদ্দিন পরিবারকে নিয়ে একসঙ্গে থাকা ও রাখা এই মূলমন্ত্রকে সামনে রেখে মহামিলনে মেতে ওঠে বৃহৎ এই পরিবারটি ।

এর আগে সকালে একটি বিআরটিসি দ্বিতল বাসে এবং কয়েকটি প্রাইভেট গাড়ি নিয়ে একে একে রিভেরী হলিডে রিসোর্ট এ প্রবেশ করে নাজির উদ্দিন পরিবারের সদস্যরা। সেখানে অতিথিদের সকালের নাস্তা ও জাফরানি চা পরিবেশন করা হয়। এর পর মনোরম প্রাকৃতিক পরিবেশে বিভিন্ন ধরনের প্রতিযোগিতামূলক খেলাধুলায় মেতে উঠে শিশু থেকে বয়োজ্যেষ্ঠরা। পরিবারের সদস্যদের স্বতঃপূর্ত অংশগ্রহণে অনুষ্ঠানটি এক মহামিলন মেলায় পরিনত হয়। পবিত্র জুম্মা নামাজের পর মধ্যাহ্ন ভোজে পরিবেশন করা হয় দেশীয় স্বাদে রকমারি খাবার। 

বনভোজন অনুষ্ঠানটি সুন্দর ও সফল ভাবে করার জন্য যারা নিরলস ভাবে কাজ করেন তারা হলেন মরহুম নাজির উদ্দিনের পরিবারের অন্যতম সদস্য  লিসান, হাজী রিয়াজ উদ্দিন রাজিব, জিতু, তপু, রুপু, আজমাইন, নিশুক, আসফিনসহ আরো অনেকে। 

মরহুম নাজির উদ্দিনের ছেলে হাজী জাহাঙ্গীর বলেন, " আমি সর্বপ্রথম নাজির উদ্দিনের পরিবার থেকে যারা চলে গেছেন তাদের জন্য মাগফেরাত কামনা করছি। আর যারা বেঁচে আছেন তাদের জন্য দোয়া করি। আজ আমরা এখানে একত্রিত হয়েছি এজন্য যে, এই পরিবারের সবাই যেন একসঙ্গে থাকেন এবং মিলে মিশে থাকেন। যতদিন বেঁচে আছি সবাই যেন একসাথে থাকি আল্লাহর কাছে এই প্রার্থনা।"

মরহুম নাজির উদ্দিনের নাতি হাজী রিয়াজ উদ্দিন রাজিব বলেন, " প্রতি বছরের ন্যায় এবছরও আমরা পিকনিকে এসেছি। আমাদের ফ্যামিলির যারা আছেন তাদের নিয়ে একসঙ্গে এ ধরনের পিকনিকের আয়োজন করি যাতে পরিবারের সবার মধ্যে একটা অটুট বন্ধন থাকে। আমরা সবাই যেন একসঙ্গে থাকতে পারি। আমাদের এই প্রচেষ্টা বিগত ৫/৬ বছর ধরে। এই ধারা অব্যাহত থাকবে এই আশা রাখি।"

মরহুম নাজির উদ্দিনের নাতনি শিমলা আহমেদ বলেন, " আমরা সবাই একত্রে হতে পেরেছি এজন্য খুব ভাল লাগছে। এধরনের গেট-টুগেদার সত্যিই অত্যন্ত আনন্দের। যারা আজকের আয়োজনের পেছনে কাজ করেছে তাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাই।" 

দিনব্যাপী এ আয়োজনে ছিল নাজির উদ্দিনের পরিবারের সদস্যদের অংশগ্রহণে ফুটবল ম্যাচ, শিশুদের জন্য বিভিন্ন খেলাধুলা, নাচ-গানসহ সাংস্কৃতিক অনুষ্ঠান। সর্বশেষ আকর্ষণ ছিল রাফেল ড্র । দোয়া ও মাগফেরাতের মধ্য দিয়ে বনভোজন সফল ভাবে শেষ হয়।

অনুষ্ঠানে মরহুম নাজির উদ্দিনের ছেলে-মেয়ে, নাতি-নাতনি ও তাদের সহধর্মিণীগণসহ পরিবারের জামাইগন উপস্থিত ছিলেন।

 

 

 

 

 

 

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন