আজ থেকে আবারো শুরু টিসিবির পণ্য বিক্রি

জিবি নিউজ 24 ডেস্ক //

আজ রোববার (৬ মার্চ) থেকে আবারও রাজধানী ঢাকায় পণ্য বিক্রি শুরু করছে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)।

তবে ঢাকার বাইরে সব মহানগর, জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে উপকারভোগী পরিবারের মধ্যে টিসিবি পণ্য বিক্রি কার্যক্রম শুরু হবে ১৫ মার্চ থেকে। টিসিবি সূত্রে এ তথ্য জানা গেছে।

 

টিসিবি জানিয়েছে, পবিত্র রমজান উপলক্ষে প্রধানমন্ত্রীর নির্দেশনায় এক কোটি নিম্ন আয়ের পরিবারকে (প্রতি পরিবারকে ২ বার) ভর্তুকি মূল্যে টিসিবির পণ্য পৌঁছে দেওয়ার লক্ষ্যে টিসিবি কর্তৃক ভ্রাম্যমাণ ট্রাকে বিক্রয় কার্যক্রম শুরু হচ্ছে।

টিসিবি আরও জানিয়েছে, আজ থেকে ঢাকা মহানগরে প্রতিদিন ১৫০টি ট্রাকে পণ্য বিক্রি করা হবে। এ দফায় বিক্রয় কার্যক্রম ৬ মার্চ শুরু হয়ে চলবে ২৪ মার্চ পর্যন্ত।

শুক্রবার ছাড়া প্রতিদিন চলবে। পরবর্তীতে দুদিন বাদ দিয়ে ২৭ মার্চ থেকে ২৫ এপ্রিল পর্যন্ত পণ্য বিক্রি করা হবে।

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন