রওশন এরশাদের শারীরিক অবস্থা উন্নতির দিকে

জিবি নিউজ 24 ডেস্ক //

ব্যাংককে চিকিৎসাধীন জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদের শারীরিক অবস্থার ধীরে ধীরে উন্নতি হচ্ছে। তাকে আইসিইউ থেকে কেবিনে আনা হয়েছে। সম্পূর্ণ সুস্থ হয়ে দেশে ফিরতে আরো সময় লাগবে।

শুক্রবার (৪ মার্চ) বিকেলে থাইল্যান্ডে অবস্থানরত রওশন এরশাদের ছেলে রাহগির আল মাহি সাদ এরশাদ এসব তথ্য জানান।

 

৭৮ বছর বয়সী প্রবীণ রাজনীতিবিদ রওশন এরশাদ বার্ধক্যজনিত নানা রোগে ভুগছেন। দীর্ঘ চার মাস ধরে থাইল্যান্ডের ব্যাংককে অবস্থিত বামরুনগ্রাদ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

সাদ এরশাদ জানান, তার মা এখন কথা বলতে পারেন। মাঝে-মধ্যে খাবার খাওয়ার চেষ্টা করেন। তবে খুব বেশি খেতে পারেন না।

তিনি আরো জানান, তার (রওশন এরশাদ) বাম পায়ে ইনফেকশন আছে কিছুটা। এছাড়া তার ডায়াবেটিসসহ আরও কিছু রোগের চিকিৎসা চলছে।

গত বছরের ৫ নভেম্বর এয়ার অ্যাম্বুলেন্সে করে উন্নত চিকিৎসার জন্য রওশন এরশাদকে থাইল্যান্ডে নেওয়া হয়। সেখানে তার সঙ্গে আছেন ছেলে রাহগির আল মাহি সাদ এরশাদ ও পুত্রবধূ মাহিমা এরশাদ। এর আগে দেশেও প্রায় এক মাসের মতো হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন রওশন এরশাদ। তিনি ময়মনসিংহ ৪ আসনের সংসদ সদস্য।

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন