জিবি নিউজ 24 ডেস্ক //
বগুড়ার আলাচিত আশরাফুল আলম ওরফে হিরো আলমের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন এক সাংবাদিক।
শুক্রবার (৪ মার্চ) আনুমানিক রাত ১০টায় হাতিরঝিল থানায় এই জিডি (নম্বর ২২৩) করেন সাংবাদিক আকাশ নিবির। এস.আই এনামুল হকের বরাত দিয়ে অভিযোগটি করেছেন তিনি।
অভিযোগে বলা হয়, বিবাদী আশরাফুল আলম সাঈদ ওরফে হিরো আলম উনার পূর্ব পরিচিত হওয়ায় ডিপজলের বাড়িতে শুটিং চলমান অবস্থায় ৭ দিনের জন্য ৫০ হাজার টাকা ধার হিসেবে চান। পরে তা ৭ দিন পার হয়ে ৪ মাসে এসে দাঁড়ালেও টাকা ফেরত দিচ্ছেন না হিরো আলম। উল্টো টাকা ফেরত চাইতে গেলে আকাশ নিবিরকে ফোনে অকথ্য ভাষায় গালমন্দ ও বিভিন্ন হুমকি দেন হিরো আলম।
এ বিষয়ে জানতে চাইলে হিরো আলম বলেন, এই অভিযোগ মিথ্যা। আকাশ নিবির ভাইরাল হওয়ার জন্য আমার নামে থানায় হয়রানিমূলক অভিযোগ দিয়েছে।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন