বাসন্তী সাজ ,সফিউল্লাহ আনসারী

বাসন্তী সাজ 

//সফিউল্লাহ আনসারী //

.

 

আলো ভরা এইদিন ফাগুন বেলা

তুমিহীন জমেনা রঙে ফুলের মেলা!

খা খা রোদ্দুরে লো মাতাল হাওয়া

একলা জীবনে সুখ যায়না পাওয়া! 

নিখোঁজ ভাবনার দেখা পেতে চাই আজ

মনের মানচিত্রে চাই বাসন্তী সাজ!

ফেলে আসা সেইসব দিন ও রাত্রি 

পড়ে আছে এই মন স্মৃতি পথ যাত্রী!

আগুনের দিনশেষে কোমল প্রেমে 

এসো আজি, বাঁধা থাকি একই ফ্রেমে!

ঝলমল ফাল্গুনে কোকিলের সুর

মুছে যাক কষ্ট কেটে যাক ঘোর!

তপ্ত দাহ শেষে এই পেলব আলোক

দু'জনের হাসিতে ফোটে শাপলা শালুক! 

হৃদয়ের ক্যানভাসে আঁকা তোমার ছবি

পঙক্তির ছন্দে আমি তোমার-ই কবি!

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন