ফুটবল মাঠে মারামারিতে নিহত ১৭

জিবি নিউজ 24 ডেস্ক //

মেক্সিকোতে ফুটবল মাঠে দুই দলের সমর্থকদের মধ্যে মারামারিতে ১৭ জন নিহত হয়েছেন।

শনিবার (৫ মার্চ) লা কোরেগিডোরা স্টেডিয়ামে কোয়ারেতারতো ও আটলাস ক্লাবের ম্যাচ দেখতে গিয়ে মারামারিতে জড়ান সমর্থকরা। খবরটি নিশ্চিত করেছে আর্জেন্টাইন সংবাদ মাধ্যম টিওআইসি স্পোর্টসও।

 

সংবাদ মাধ্যমের খবরে বলা হয়, শুরুতে আটলাসের একটা ছোট্ট গ্রুপকে আক্রমণ করেন কোয়ারেতারতো সমর্থকরা। এক পর্যায়ে তারা মাঠে ঢুকে পড়েন। মাঠে ঢুকে পড়ার পরও তারা প্রতিপক্ষের সমর্থকদের আঘাত করতে থাকেন। তাদের কারো কারো হাতে ছুরিও দেখা গেছে। এক পর্যায়ে নিরাপত্তাকর্মীরা হাল ছেড়ে দেন। এরপর একে একে ১৭ জন নিহত হন। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।

এই ঘটনার পর মেক্সিকান লিগের শনিবারের সব খেলা স্থগিত করার ঘোষণা দেওয়া হয়েছে।

মেক্সিকান লিগের নির্বাহী প্রেসিডেন্ট মাইকেল আরিওলা পেনালোসা সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়েছেন, এ ঘটনায় দায়ী ব্যক্তিদের কঠোর শাস্তির মুখোমুখি হতে হবে।

তিনি বলেছেন, লা কোরেগিডোরা স্টেডিয়ামে হওয়া সংঘর্ষ অগ্রহণযোগ্য ও দুর্ভাগ্যজনক। যারা স্টেডিয়ামে নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে তাদের উদাহরণ দেওয়ার মতো শাস্তি দেওয়া হবে। আমাদের সমর্থক ও খেলোয়াড়দের নিরাপত্তা মূল বিষয়।

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন