জিবি নিউজ 24 ডেস্ক //
ইউক্রেনে রাশিয়া সামরিক অভিযান নয়, বরং যুদ্ধ চালাচ্ছে বলে মন্তব্য করেছেন ক্যাথলিক খ্রিষ্টানদের সর্বোচ্চ ধর্মগুরু পোপ ফ্রান্সিস। তিনি অবিলম্বে ইউক্রেনে হামলা বন্ধ করতে রাশিয়ার প্রতি আহ্বান জানিয়েছেন।
রোববার (৬ মার্চ) ভ্যাটিকান সিটিতে দেওয়া সাপ্তাহিক ভাষণে পোপ ফ্রান্সি এ আহ্বান জানান। খবর আল জাজিরার।
তিনি বলেন, ইউক্রেনে রক্ত ও কান্নার নদী বয়ে চলেছে। এটি কোনো সামরিক অভিযান নয়, এটি একটি যুদ্ধ, যা মানুষকে মৃত্যু, ধ্বংস ও দুর্দশার দিকে নিয়ে যাচ্ছে।
পোপ ফ্রান্সিস বলেন, আন্তর্জাতিক আইনের প্রতি সম্মান জানাতে হবে। সে কারণে বেসামরিক নাগরিকদের সংঘাত থেকে বাঁচাতে সীমান্ত জন্য খুলে দেওয়া উচিত।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন