জিবি নিউজ 24 ডেস্ক //
‘বীর’ সিনেমার ‘ভালোবাসার মানুষ তুমি’ শিরোনামের গানে কণ্ঠ দিয়ে ২০২০ সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছিলেন সংগীতশিল্পী কোনাল। এই শিল্পীর পাওয়া জাতীয় চলচ্চিত্র পুরস্কারটি বাতিলের জন্য হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে। রিটে তথ্য মন্ত্রণালয় ও জুড়ি বোর্ডসহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে।
সোমবার (৭ মার্চ) উচ্চ আদালতের সংশ্লিষ্ট শাখায় চলচ্চিত্র শিল্পী সমিতির সদস্য শেখ শামীমের পক্ষে রিটটি করেন সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট খান জিয়াউর রহমান। বিষয়টি নিশ্চিত করেছেন জিয়াউর রহমান নিজেই।
১৯৮৯ সালের 'অবুঝ হৃদয়' সিনেমার ‘তুমি আমার জীবন, আমি তোমার জীবন’ গানটির নতুন সংস্করণ ‘বীর’ সিনেমার এই গান। সরকারি প্রজ্ঞাপনে গানের নাম 'ভালোবাসার মানুষ' থাকলেও শাকিব খানের এসকে ফিল্মসের ইউটিউব চ্যানেলে গানটি তুমি আমার জীবন নামেই প্রকাশ হয়েছে। পুরোনো গানের অস্থায়ী দুই লাইন নিয়ে নতুন গানটির কথা লিখেছেন গীতিকার কবীর বকুল।
উল্লেখ্য, ‘তুমি আমার জীবন, আমি তোমার জীবন’ মূল গানটির গীতিকার, সুরকার ও সংগীত পরিচালক ছিলেন বাংলাদেশের অসংখ্য কালজয়ী গানের স্রষ্টা আহমেদ ইমতিয়াজ বুলবুল।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন