জিবি নিউজ 24 ডেস্ক //
ইউক্রেন ইস্যুতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিফোনে কথা বলেছেন। ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দুর এক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।
দ্য হিন্দুর প্রতিবেদনে বলা হয়েছে, নরেন্দ্র মোদি রাশিয়াকে ইউক্রেনের সঙ্গে সরাসরি আলোচনা আহ্বান জানিয়েছেন বলে জানা গেছে।
প্রায় ৫০ মিনিট ধরে এই ফোনালাপ চলে বলে সরকার সূত্রে জানা গেছে।
এসময় ভারতের প্রধানমন্ত্রী মোদি যুদ্ধবিরতির ঘোষণা এবং ইউক্রেনের কিছু অংশে মানবিক করিডোর স্থাপনের প্রশংসা করেছেন। পুতিন তাদের নিরাপদে সরিয়ে নিতে সম্ভাব্য সমস্ত সহযোগিতার আশ্বাস দিয়েছেন মোদিকে।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন