এস এম ফজলুঃ
মৌলভীবাজারে নানা কর্মসূচির মধ্য দিয়ে ঐতিহাসিক ৭ই মার্চ পালন করেছে জেলার বিভিন্ন শ্রেনী পেশার মানুষ। দিবসটি উপলক্ষে সোমবার ৭মার্চ সকাল ১০ টায় জেলা প্রশাসন কার্যলয় হতে জেলা প্রশাসন, মৌলভীবাজার এর আয়োজনে এক বর্ণাঢ্য র্যালি বের করা হয়। পরে র্যালিটি শহরের গুরুত্বপূর্ন সড়ক গুলো পদক্ষিণ করে মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে গিয়ে শেষ হয়,এই সময় র্যালীতে অংশ নেন মৌলভীবাজার - রাজনগর ৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ,জেলা পরিষদ চেয়ারম্যান মিছবাহুর রহমান, পুলিশ সুপার জাকারিয়া,পৌর মেয়র ফজলুর রহমান,সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল হোসেন সহ আরও অনেকে। র্যালী শেষে মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে স্থাপিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ ও শ্রদ্ধা জানিয়েছেন সর্বস্তরের জনসাধারণ। এই সময় ফুল দিয়ে শ্রদ্ধা জানান মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি নেছার আহমদ, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ও মহিলা আওয়ামী লীগের সভাপতি সৈয়দা জোহরা আলাউদ্দিন, জেলা প্রশাসক মীর নাহিদ আহসান, পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া, জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিছবাহুর রহমান, পৌরমেয়র মো. ফজলুর রহমান, সদর উপজেলা চেয়ারম্যান কামাল হোসেন, জেলা আওয়ামী লীগ, যুবলীগ, কৃষক লীগ, ছাত্রলীগ, রেডক্রিসেন্ট সোসাইটি, জেলা তথ্য অফিস,সরকারি হাসপাতাল,মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর মৌলভীবাজার, স্কাউট, বিভিন্ন শিক্ষা ও সামাজিক প্রতিষ্ঠানসহ অন্যান্যরা। পুষ্পস্তপক অর্পন শেষে কেন্দ্রীয় শহিদ মিনার প্রাঙ্গণে জেলা প্রশাসনের আয়োজনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে জেলা প্রশাসক মীর নাহিদ আহসান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য মৌলভীবাজার-৩, নেছার আহমদ, সংসদ সদস্য জোহরা আলাউদ্দিন, পুলিশ সুপার মৌলভীবাজার মোহাম্মদ জাকারিয়া, উপ-পরিচালক (স্থানীয় সরকার) মল্লিকা দে, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তানিয়া সুলতানা, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ আবদুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ মেহেদী হাসান, মৌলভীবাজার জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মিছবাহুর রহমান, মৌলভীবাজার পৌরসভা মেয়র, মোঃ ফজলুর রহমানসহ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল হোসেন সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সহকর্মীবৃন্দ এবং মৌলভীবাজার জেলার অন্যান্য জনসাধারন।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন