রশিদ ছাড়া তেল কেনাবেচা করা যাবে না

gbn

জিবি নিউজ 24 ডেস্ক //

রশিদ ছাড়া ভোজ্যতেল ক্রয়-বিক্রয়ের ওপর নিষেধাজ্ঞা আসছে। আগামী শুক্রবার থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে।

মঙ্গলবার (৮ মার্চ) খুচরা ও পাইকারি ব্যবসায়ীদের নিয়ে আয়োজিতে এক সভায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) এএইচএম সফিকুজ্জামান এ কথা জানান।

 

তিনি বলেন, বিপণন ব্যবস্থায় অনিয়ম কোনোভাবেই মেনে নেওয়া হবে না। রমজান পর্যন্ত চাহিদা মেটাতে দেশে পর্যাপ্ত ভোজ্যতেল মজুত রয়েছে। এরপরও যারা কৃত্রিম সংকট বানিয়ে দাম বাড়ানোর পাঁয়তারা করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

এসময় ভোজ্যতেলের দামের অস্থিরতা নিয়ন্ত্রণে সরকারের বিভিন্ন দপ্তর কাজ করছে বলেও জানান ভোক্তা অধিকারের ডিজি সফিকুজ্জামান।

সভায় পাইকারি ও খুচরা ব্যবসায়ীরা সঠিকভাবে ব্যবসা পরিচালনায় সরকারকে সর্বাত্মক সহযোগিতা করার আশ্বাস দেন।

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন