নতুন চমক নিয়ে আসছে ‘কেজিএফ টু’

জিবি নিউজ 24 ডেস্ক //

কন্নড় সুপারস্টার যশ অভিনীত ‘কেজিএফ’ সিনেমাটি ভারতীয় ছবির দুনিয়ায় সব হিসাব-নিকাশ উল্টে দিয়ে নতুন এক ইতিহাস সৃষ্টি করেছিল। মুক্তির পর থেকে এর দ্বিতীয় কিস্তি দেখবার অপেক্ষায় ছিলেন সিনেমাপ্রেমীরা। অবশেষে আরও বড় আকারে আসতে চলেছে ‘কেজিএফ টু’। ২৭ মার্চ সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে মুক্তি পাবে এ সিনেমার ট্রেলার । প্রেক্ষাগৃহে আসবে আগামী ১৪ এপ্রিল।

এ ব্যাপারে যশ বলেন, ‘কেজিএফ ওয়ান’ ব্লকবাস্টার হওয়ার পর থেকে কোথাও না কোথাও আমার কাঁধের ওপর প্রত্যাশার এক বড়সড় বোঝা চেপে বসেছে। এর ফলে আমার দায়িত্ব আরও বেড়ে গেছে। প্রথম পর্বের সফলতার পর আমাদের চিন্তাভাবনা যতটা ছিল, তার চেয়েও আরও বড় আকারে ‘কেজিএফ টু’ আসতে চলেছে। ছবির মূল গল্প একই আছে। আমরা এই ছবির দ্বিতীয় পর্বকে অন্য এক মাত্রা দিতে সব রকম চেষ্টা করেছি।

 

প্রশান্ত নীল পরিচালিত এই ছবিতে যশ ছাড়াও আছেন সঞ্জয় দত্ত, রাভিনা ট্যান্ডন, শ্রীনিধি শেট্টি, প্রকাশ রাজসহ আরও অনেকে। ‘কেজিএফ টু’-তে সঞ্জয় দত্তকে ‘অধীরা’-র ভূমিকায় দেখা যাবে। ছবিটি তেলেগু, মালায়লাম, হিন্দি ও কন্নড় ভাষায় মুক্তি পাবে।

জানা গেছে, ‘কেজিএফ টু’-র গল্পে রাজনীতি যুক্ত হয়েছে। ছবিতে সুপারস্টার যশের জোর মোকাবিলা হবে সঞ্জয় দত্তের সঙ্গে। রাভিনা ট্যান্ডনকে দেখা যাবে প্রধানমন্ত্রীর ভূমিকায়। ‘কেজিএফ টু’ ছবির বাজেট ১৫০ কোটি রুপির বেশি বলে জানা গেছে। ‘কেজিএফ’–এর বাজেট ছিল প্রায় ৮০ কোটি। ‘কেজিএফ’ বক্স অফিস থেকে ২৫০ কোটির মতো আয় করেছিল।

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন