সব ধরণের ক্রিকেট থেকে দুই মাসের বিশ্রামে সাকিব

জিবিনিউজ24ডেস্ক//

আগামী ৩০ এপ্রিল পর্যন্ত সব ধরণের ক্রিকেট থেকে বিশ্রাম পেয়েছেন সাকিব আল হাসান। ফলে দক্ষিণ আফ্রিকা সফরে দলের সঙ্গে থাকছেন না এ তারকা অলরাউন্ডার। সাকিবের সঙ্গে আলোচনা করে এই সিদ্ধান্ত নিয়েছে বিসিবি।

বুধবার (৯ মার্চ) বেক্সিমকোতে বোর্ড সভাপতি নাজমুল হাসানের কার্যালয়ে এক সভা শেষে এ কথা জানান ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান জালাল ইউনূস।

 

তিনি বলেন, আজ দক্ষিণ আফ্রিকা সফর নিয়ে সাকিবের সঙ্গে কথা হয়েছিল আমাদের। তার পরিকল্পনা জানতে চেয়েছিলাম। সাকিব জানায়, সে এখনও শারীরিক ও মানসিকভাবে ফিট নয়। সেজন্যে দক্ষিণ আফ্রিকা সফরটা এড়াতে চেয়েছিল। যেহেতু সাকিবই চাইছে না খেলতে, সেহেতু আমরা তাকে এখন ছুটি দিচ্ছি। আগামী ৩০ এপ্রিল পর্যন্ত তাকে সব ধরনের ক্রিকেট থেকে বিরতি দেয়া হয়েছে।

তিনি আরও বলেন, আগামীকাল রাতে সাকিব দুবাই থেকে ঢাকা ফেরার পর পরশু তার সঙ্গে আলোচনায় বসবেন বিসিবির কর্মকর্তারা। সে আলোচনায় বিসিবি সাকিবের কাছে তার ভবিষ্যৎ পরিকল্পনা জানতে চাইবে।

আগামী ১১ মার্চ তিনটি ওয়ানডে ও দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে দক্ষিণ আফ্রিকা যাবে বাংলাদেশ দল। সিরিজের জন্য ঘোষিত দলের দুই ফরম্যাটেই ছিলেন সাকিব আল হাসান।

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন