জিবিনিউজ24ডেস্ক//
যুক্তরাজ্য সফররত মৌলভী বাজার জেলার কুলাউড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান এ কে এম শফি আহমদ সলমান এর সম্মানে কুলাউড়া ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকের এক মতবিনিময় সভায় গত ৬ই মার্চ রবিবার পূর্ব লন্ডনের হোয়াইট চ্যাপেলের একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়।
কুলাউড়া ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকের সভাপতি ইমতিয়াজ রানা আহমেদ এর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক খন্দকার আব্দুল মোঃ করিম নিপুর পরিচালনায় সভার শুরুতে কোরআন তিলাওয়াত করেন সংগঠনের সহ সভাপতি মাওলানা আব্দুল জলিল।
সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কে এম শফি আহমদ সলমান এলাকার বিভিন্ন উন্নয়ন মূলক কাজের কাজের কথা তুলে ধরার পাশাপাশি এলাকার যুবকদের দক্ষ প্রশিক্ষনের জন্য শীঘ্রই কুলাউড়ায় একটি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান স্থাপনের আশ্বাসদেন আশ্বাস দেন, একই সাথে আগামীতে সরকারের গ্যাস বিতরণের অনুমোদন সাপেক্ষে এলাকা ভিত্তিক গ্যাস প্রদানে যথাসম্ভব সহযোগিতা করবেন বলেন জানান। এছাড়াও মনাফ হত্যার ন্যায়বিচার শতভাগ নিশ্চিত হবে বলে সবাইকে আশ্বস্থ করেন । সভায় আমাদের প্রাক্তন সাধারণ সম্পাদক সামসছুল আলম শাহীনের প্রস্তাবে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধ ও ভাষা আন্দোলনে যারা শহীদ হয়েছেনন এবং বিগত করোনাকালীন সময়ে দেশে-বিদেশে যারা মৃত্যু বরণ করেছেন তাদের আত্মার মাগফেরাত কামনা করে এক মিনিট নীরবতা পালন করা হয়।
সভায় আরো বক্তাব্য রাখেন সংগঠনের সাবেক সভাপতি মোক্তার আহমদ, সাবেক সভাপতি আতিকুর রহমান জুনেল, সিনিয়র সভাপতি আকমল হোসেন জুয়েল, সাবেক সাধারন সম্পাদক সামছুল আলম শাহিন, সহ সভাপতি শহিদ আহমদ, সহ সভাপতি কয়েছ আহমদ, সহ সভাপতি মাওলানা আব্দুল জলিল, রওশন আলী, মুফতি সৈয়দ মাহমুদ আলী লংলী, যুগ্ন সাধারন সম্পাদক তাজুল আহমদ, অলিউর রহমান চৌধুরী ফাহিম, ট্রেজারার তৌহিদুল আরেফিন রুহেল, আজগর হোসেন চৌধুরী বাবলু।
অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন আক্তার রব্বানী ভুলু, খন্দকার সাইদুজ্জামান সুমন, বেলাল আহমদ, তোফাজ্জল হোসেন চৌধুরী সাম্মাম, নাজমুল ইসলাম নাজু, আব্দুল মুক্তাদির (মুক্তা), মোতাহির হোসাইন, এস এ কাশেম বাবলু, আব্দুল মোতালিব লিটন, মো: খলিলুর রহমান রোকন, আকমল হোসেন, আহমদ এমরান শফি, আরাফাত আহমদ চৌধুরী রাহাত, আশরাফুল ইসলাম সৈকত, মোঃ ফয়ছল আহমদ, মোঃ খলিলুর রহমান, জহিরুল ইসলাম রাসেল, মোঃ হোসেন, সুফিয়ান আহমদ, মো: পলাশ খান প্রমূখ সহ আরো গণমান্য ব্যক্তিবর্গ। সর্বশেষে সভার সভাপতির বক্তব্যের মধ্য দিয়ে সবার সুস্থতা ও দীর্ঘায় কামনা করে এবং সবাইকে ধন্যবাদ জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন