ডা কামরুল ইসলাম শিপু যুক্তরাজ্যে চিকিৎসক রেজিস্টার্ড হওয়ার যোগ্যতা অর্জন করেছেন

জিবি নিউজ ।।

ডা কামরুল ইসলাম শিপু ইউ কে-তে চিকিৎসক হিসেবে কাজ করার কম্পিটেটিভ পরীক্ষা (প্লাব) প্রফোশনাল লজিষ্টিক এক্সামের ফাইনাল পার্ট সফলতার সাথে উত্তীর্ণ হয়েছেন। এই পরীক্ষায় পাসের মাধ্যমে ডা কামরুল ইসলাম শিপু এখন যুক্তরাজ্যে একজন চিকিৎসক হিসেবে রেজিস্টার্ড হবেন এবং এখানেও চিকিৎসক হিসেবে কাজ করতে পারবেন। এর আগে সে এই পরীক্ষার প্রথম পার্ট দুবাইয়ে অংশগ্রহণ করে সফলতার সঙ্গে উত্তীর্ণ হয়েছিল।

উল্যেখ, ডা কামরুল ইসলাম শিপু একই সাথে পৃথিবী বিখ্যাত দ্য ইউনিভার্সিটি অফ এডিনবরা থেকে ফুল ফান্ডেড স্কলাররশীপ পেয়ে ক্লিনিক্যাল মাইক্রোবায়োলজি এন্ড ইনফেসশাস ডিজেজে মাস্টার্স করছেন। তার মাস্টার্স অফ মেডিসিন এই বৎসর শেষ হবে।

ডা কামরুল ইসলাম শিপু সফলতার সাথে এম বি বি এস পাস করে দ্য নর্থ ইষ্ট মেডিকেল কলেজ হাসপাতালে "ডিপার্টমেন্ট অব মাইক্রোবায়োলজির  সিনিয়র লেকচারার হিসেবে কাজ করছেন। মেডিকেলে ছাত্রাবস্থায় ডা শিপু প্রধানমন্ত্রীর কার্যালয়ের  a2i প্রকল্পের ‘’বেস্ট ইনোভেটিভ আইডিয়া’’ প্রতিযোগিতায় প্রথম পুরুষ্কার অর্জন করেন। 

এডিনবরা ইউনিভার্সিটি ছাড়াও সে লন্ডনের বিখ্যাত ইমপেরিয়াল কলেজ, দ্য ইউনিভার্সিটি অব লিডস, লন্ডন স্কুল অব হাইজিন এন্ড ট্রপিক্যাল মেডিসিন থেকে সিমিলার সাবজেক্টস এ পড়ার অফার পেয়েছিলেন। ইতোমধ্যে সে যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া থেকে ‘’ ফান্ডামেন্টালস অব ক্লিনিক্যাল নিউরোলজি’’ এবং রাইস ইউনিভার্সিটি থেকে ‘’ ফান্ডামেন্টালস অব ইম্যুনোলজি’’ তে কোর্সেরা ফান্ডিংয়ে ডিস্টান্স লার্নিং এর মাধ্যমে কোর্স সম্পন্ন করেছেন।

উল্লেখ্য, ডাক্তার শিপুর দুই ভাই যুক্তরাজ্যের ন্যাশনাল সার্ভিস (NHS) এ কাজ করছেন। বড় ভাই নজরুল ইসলাম কাজ করছেন "নন ক্লিনিক্যাল স্টাফ হিসেবে, The Royal  Marsden cancer specialist হাসপাতালে। অপর ভাই নাজমুল ইসলাম ইমন কাজ করছেন "Lewisham and Greenwich Hospital NHS Trust  হাসপাতালে "অপারেশন ম্যানেজার হিসেবে দ্য ডিপার্টমেন্ট অফ হেলথকেয়ার ফ্যাসিলিটিতে।

ডা কামরুল ইসলাম শিপু মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার পতনঊষার ইউনিয়নের গোপীনগর গ্রামের "মাস্টার বাড়ির, প্রয়াত মুক্তিযুদ্ধের সংগঠক অবসরপ্রাপ্ত শিক্ষক আব্দুন নুর মাস্টার ও নূর জাহান চৌধুরীর কনিষ্ঠ পুত্র।

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন