জিবিনিউজ24ডেস্ক//
কোভিডের প্রভাব এখনো দূর হয়নি। এর মধ্যেই আরও একটি নতুন ভাইরাসের আবির্ভাব ঘিরে আতঙ্ক ছড়াল উত্তর-পূর্ব চিনের চাংচুনে।
সংক্রমণ যাতে দেশের অন্য প্রান্তে ছড়িয়ে না পড়ে, তাই আগে থেকেই ওই শহরের ৯০ লাখ মানুষকে ‘ঘরবন্দি’ করল চীন প্রশাসন।
জিলিন প্রদেশের রাজধানী চাংচুন। এটি একটি গুরুত্বপূর্ণ শিল্পশহর। সংক্রমণ ঠেকাতে লকডাউন জারি করা হয়েছে এ শহরে। সংবাদসংস্থা এপির প্রতিবেদনে এমনটি জানানো হয়েছে।
প্রশাসনের পক্ষ থেকে একটি নির্দেশিকা দিয়ে বলা হয়েছে, পরিবারের এক জন সদস্য ছাড়া বাড়ির বাইরে কেউ বেরোতে পারবেন না। তাও আবার দুদিন পর পর। শুধু তাই নয়, শহরবাসীকে তিনটি পর্যায়ে শারীরিক পরীক্ষা করাতে হবে। জরুরি পরিষেবা ছাড়া সবকিছু বন্ধ রাখতে হবে।
চলতি সপ্তাহে চীনে কোভিড আক্রান্তের সংখ্যা হাজার ছাড়িয়েছে। নতুন আক্রান্তের সংখ্যা ১ হাজার ৩৯৬। ২০২০ সালে কোভিড সংক্রমণের পর থেকে যা এই প্রথম। তিন সপ্তাহ আগেও চীনে দৈনিক সংক্রমণ ছিল একশরও নিচে।
সাংহাইতেও লকডাউনের প্রস্তুতি নেওয়া হচ্ছে। শুক্রবারই শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করার নির্দেশ দিয়েছে সাংহাই প্রশাসন। রাজধানী বেইজিংয়ে কোনো কোনো জায়গায় আংশিক আবার কোনো জায়গায় পূর্ণাঙ্গ লকডাউন ঘোষণা করা হয়েছে।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন