জিবিনিউজ24ডেস্ক//
প্রায় চার বছর পর ‘চাকদহ এক্সপ্রেস’ দিয়ে রুপালি পর্দায় ফিরছেন আনুশকা শর্মা। ভারতীয় নারী ক্রিকেটার ঝুলন গোস্বামীর জীবনী নিয়ে তৈরি হচ্ছে এই ছবিটি। এতে নাম ভূমিকায় অভিনয় করবেন তিনি।
বিয়ের পরে কাজ থেকে বিরতি নিয়েছিলেন আনুশকা। সংসার আর কন্যা ভামিকাকে নিয়ে ব্যস্ত ছিলেন। তাই নতুন ফিরে আসাকে রাঙিয়ে দিতে করছেন কঠোর অনুশীলন। একজন ক্রিকেটারকে রুপালি পর্দায় তুলে ধরতে চেষ্টার কমতি রাখছেন না এই অভিনেত্রী।
সম্প্রতি ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটা ভিডিও শেয়ার করে আনুশকা লিখেছেন, ‘চাকদহ এক্সপ্রেস’ এর জন্য আরও কঠিন ও গভীরভাবে প্রস্তুতি নিচ্ছি। শুধুই দিন গুনছি এখন। ভিডিওতে তাকে ব্যাট ও বল হাতে অনুশীলন করতে দেখা যায়। ঝুলনের মতো বোলিং অ্যাকশনও রপ্ত করছেন তিনি।
এর আগে ঝুলনকে নিয়ে করা একটি পোস্টে আনুশকা লিখেছিলেন, এই ছবিতে এক আত্মত্যাগের কাহিনি তুলে ধরা হয়েছে। ঝুলন গোস্বামীর জীবনী যে কাউকে অনুপ্রাণিত করবে। ‘চাকদহ এক্সপ্রেস’ ছবিতে ভারতীয় নারী ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ঝুলন গোস্বামীর লড়াই, আবেগ ও দৃঢ়তাকে দেখানো হয়েছে।
ছবির কাহিনিটি পশ্চিমবঙ্গের নদীয়ার চাকদহের অখ্যাত একট গ্রামের একজন সাধারণ মেয়ের অসাধারণ হয়ে ওঠার । এই ছবির মাধ্যমে তুলে ধরা হবে ঝুলনের লড়াইয়ের কথা। ঝুলন ব্যাটে-বলে ঝড় তুলে বিশ্বকে একসময় চমকে দিয়েছিলেন। মেয়েদের একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে বেশি উইকেট নেওয়ার রেকর্ড তার দখলে।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন