জিবিনিউজ24ডেস্ক//
এএইচএফ কাপে বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশ প্রথম ম্যাচে জানিয়ে এবারও তারা শিরোপা জয়ের মিশনে এসেছে। স্বাগতিক ইন্দোনেশিয়াকে ৭-২ গোলে উড়িয়ে দিয়েছে জিমি-শিতুলরা।শুক্রবার ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় শুরু হয়েছে ৯ জাতির এই টুর্নামেন্ট।
ম্যাচের প্রথমার্ধেই৪-০ গোলে এগিয়ে যায় লাল-সবুজের প্রতিনিধিরা। প্রথম কোয়ার্টারে ১ ও দ্বিতীয় কোয়ার্টারে জিমি-আশরাফুলরা করে ২ গোল।
দ্বিতীয়ার্ধে বাকি ৩ গোল করে জয়টা সহজ করে মাঠ ছাড়ে ইমান গোবিনাথনের দল। শেষের দিকে পর পর দুটি গোল করে হারের ব্যবধান ২-৭ করে স্বাগতিকরা।
বাংলাদেশের দুটি গোল করেছেন খোরশেদ। একটি করে গোল করেছেন আরশাদ, সবুজ, মিমো, জিমি ও রোমান।
বাংলাদেশের পরের ম্যাচ সিঙ্গাপুরের বিপক্ষে ১৪ মার্চ। তৃতীয় ম্যাচের প্রতিপক্ষ ইরান। মধ্যপ্রাচ্যের দেশটির বিপক্ষে বাংলাদেশ খেলবে ১৫ মার্চ। শেষ ম্যাচ ওমানের বিপক্ষে ১৭ মার্চ।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন