মোজাম্মেল আলম ভূঁইয়া- সুনামগঞ্জ প্রতিনিধি:
সুনামগঞ্জ জেলার হাওর এলাকায় এখনও শেষ হয়নি ফসল রক্ষা বেরী বাঁধের নির্মাণ। এর ফলে আগাম বন্যায় ফসলহানীর আতংকে দিন কাটছে লক্ষলক্ষ কৃষকের।
আজ শনিবার (১২ মার্চ) দুপুরে সুনামগঞ্জ পৌরশহরের ট্রাফিক পয়েন্টে ভোক্তভোগী কৃষকরা বিশাল মানববন্ধন করেন। বর্ধিত সময়ের মধ্যে ফসল রক্ষা বাঁধের নির্মাণ কাজ শেষ না করার কারণে পানি উন্নয়ন বোর্ড (পাউবো) ও জেলা প্রশাসকের কার্যালয় ঘেরাও করার ঘোষনা দেয় ‘ হাওর বাচাঁও আন্দোলন’ সুনামগঞ্জ জেলা কমিটি।
প্রায় ২ঘন্টাব্যাপী অনুষ্ঠিত মানববন্ধনে বক্তরা বলেন- গত ২৮ ফেব্রæয়ারীর মধ্যে হাওরের ফসল রক্ষা বাঁধের নির্মাণ কাজ শেষ করার কথা থাকলেও সংশ্লিষ্ট ঠিকাদাররা বাঁধের নির্মাণ কাজ শেষ করেনি। এরপর আরো ১০দিন বর্ধিত করে পাউবো ও সংশ্লিষ্টরা। কিন্তু বর্ধিত সময় পাড় হয়ে যাওয়ার পরও বাঁধের নির্মাণ কাজ শেষ হয়নি।
বক্তরা আরো বলেন- পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা বাঁধের অগ্রগতি ৮৩ ভাগ বললেও বাস্তবে ৫০ ভাগও হয়নি। তবে হাওরের ফসল রক্ষা বাঁধের সাথে জড়িতদের গাফিলতি ও লুটপাটের কারণে যদি ফসলহানীর ঘটনা ঘটে তাহলে ২০১৭ সালে মতো কঠোর আন্দোলনের ডাক দেওয়া হবে। আইনের মাধ্যমে প্রত্যেককে কাটগরায় দাড় করানো হবে। এব্যাপারে কাউকে ছাড় দেওয়া হবেনা বলে হুশিয়ারী প্রদান করেন ভোক্তভোগী কৃষক ও বিভিন্ন সংগঠনের নেতা কর্মীরা।
হাওর বাঁচাও আন্দোলন সুনামগঞ্জ জেলা কমিটির কার্যকরী সভাপতি অলিউর রহমান চৌধুরী বকুলের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনের বক্তব্য রাখেন- মুক্তিযোদ্ধা আবু সুফিয়ান, বিজন সেন রায়, আলী হায়দার, জিয়াউর রহমান, নজরুল ইসলাম, আব্দুল আজিজ, জয়নাল মিয়া, জিতু মিয়া, আনোয়ারুল হক, স্বপন দাস, চন্দন রায়, ফারুক আহমেদ, তুজাম্মিল হক নাছরুম, গোলাম মওলা, একরাম হোসেন প্রমুখ।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন