জাতীয় স্বাধীনতা পার্টি চেয়ারম্যান মো. মিজানুর রহমান মিজু বলেন, জেএসপিকে তৃনমূল পর্যায়ে সংগঠিত করতে হবে। কোন অপশক্তি যেন ভবিষ্যতে চক্রান্তের মাধ্যমে রাষ্ট ক্ষমতা দখল করতে না পারে সেই দিকে সবাইকে সজাগ দৃষ্টি রাখতে হবে। সকল অপশক্তি প্রতিরোধ করতে হবে।
শনিবার (১২ মার্চ) "খাতুনগঞ্জ ট্রেড সেন্টারে " চট্টগ্রাম উত্তর ও দক্ষিন জেলার জাতীয় স্বাধীনতা পার্টির কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
পার্টির চট্টগ্রাম দক্ষিন জেলার সভাপতি বাবু বিপুল বরুন মিত্রের সভাপতিত্বে প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন পার্টির মহাসচিব বাবু জয় প্রকাশ নারায়ন রক্ষিত।
আরো বক্তব্য রাখেন ভাইস চেয়ারম্যান উত্তম কুমার চৌধুূরী, পার্টির উপদেষ্টা সন্তোষ কুমার ভৌমিক,দক্ষিণ জেলার সাংগঠনিক সম্পাদক দিলীপ ভট্টচার্য্য, উত্তরের ছাত্র বিষয়ক সম্পাদক সাগর রক্ষিত সহ প্রমুখ নেতাকর্মী।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন