জিবিনিউজ24ডেস্ক//
কলকাতা বইমেলা থেকে রূপা দত্ত নামে এক অভিনেত্রীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বেশ কিছু মানিব্যাগ আবর্জনার স্তূপে ফেলার সময় পুলিশ সদস্যদের সন্দেহ হলে তাকে গ্রেপ্তার করা হয়। ২০২০ সালে বলিউড পরিচালক অনুরাগ কশ্যপের বিরুদ্ধে ‘অশ্লীল বার্তা’ পাঠানোর অভিযোগ তোলার পরে শিরোনামে আসেন রূপা।
শনিবার (১২ মার্চ) বইমেলা চত্বর থেকে গ্রেপ্তারের পর তার কাছ থেকে ৬৫ হাজার টাকা এবং বেশ কিছু মানিব্যাগ উদ্ধার করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, জিজ্ঞাসাবাদে ওই নারী স্বীকার করেছেন যে জনবহুল এলাকা ও বড় বড় অনুষ্ঠানে গিয়ে তিনি মানুষের পকেট মারতেন। তার কাছ থেকে একটি ডায়েরিও উদ্ধার করা হয়েছে, যেখানে লেখা রয়েছে টাকার হিসাব।
এ ঘটনায় ইতিমধ্যে একটি মামলা করেছে বিধাননগর উত্তর থানার পুলিশ। রবিবার(১৩ মার্চ) তাকে আদালতে পেশ করা হবে। কেন তিনি এমন কাজ করছেন, সেই বিষয়টা খতিয়ে দেখছে পুলিশ। তবে’ অভিনেত্রী রূপা দত্ত একটি বড় চক্রের অংশ বলেই অনুমান তাদের।
অঙ্কুশ হাজরার সঙ্গে একটি বাংলা ছবিতে অভিনয় করেছিলেন রূপা। তা ছাড়া তার টুইটার থেকেই জানা যায়, ‘জয় মা বৈষ্ণদেবী’ বলে একটি হিন্দি ধারাবাহিকে মুখ্য ভূমিকায় অভিনয় করেছিলেন তিনি। অভিনয় শেখানোর জন্য একটি স্কুলও খুলেছেন এই অভিনেত্রী।
নিজেকে ‘লেখিকা’, ‘অভিনেত্রী’, ‘পরিচালক’, ‘সমাজসেবী’, ‘কন্যা’ হিসেবে পরিচয় দিয়েছেন ফেসবুকে। তিনি দাবি করেছেন, মাত্র ১০ বছর বয়স থেকে তিনি কাজ করা শুরু করেছেন। নারীর ক্ষমতায়নে প্রকল্পের সূচনা করেছেন বলে দাবি তার।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন