ইউক্রেনের সেনা ঘাঁটিতে রুশ ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ৩৫

জিবিনিউজ24ডেস্ক//

পোল্যান্ড সীমান্তের কাছে ইউক্রেনের পশ্চিমাঞ্চলের একটি সামরিক প্রশিক্ষণ ঘাঁটিতে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় ৩৫ জন নিহত হয়েছে। রোববার (১৩ মার্চ) লভিভের আঞ্চলিক প্রশাসন এ তথ্য নিশ্চিত করেছে। হামলায় আহত আরও ১৩৪ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ইউক্রেনের সেনাবাহিনী জানিয়েছে, ইউক্রেনের পশ্চিমাংশের লভিভ প্রশাসনিক অঞ্চলে অবস্থিত সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিমান হামলা করেছে রাশিয়া। এ সামরিক ঘাঁটিটি পোলিশ সীমান্তের কাছে ইয়াভোরিভ শহরের কাছে অবস্থিত।

 

লভিভ আঞ্চলিক সামরিক প্রশাসনের প্রধান ম্যাকসিম কোজিটস্কি ফেসবুক পোস্টে এক বিবৃতিতে বলেন, যুদ্ধবিমান থেকে ছোড়া ৩০টিরও বেশি ক্ষেপণাস্ত্র সামরিক ঘাঁটিতে আঘাত হেনেছে।

এদিকে রাশিয়ার অসংখ্য পদাতিক সেনাদের আক্রমণ থেকে বাঁচার জন্য কিয়েভবাসীরা পালিয়ে যাওয়ার মরিয়া চেষ্টা করছেন। রুশ সেনারা এখন ইউক্রেনের রাজধানী কিয়েভ থেকে মাত্র ২৫কি.মি. দূরে অবস্থান করছে।

রুশ সেনাবাহিনী জানিয়েছে, পশ্চিমাদের সরবরাহ করা ইউক্রেনের অস্ত্র গুদামে হামলা চালাবেন তারা।

উল্লেখ্য, গত ২৪ ফেব্রুয়ারি রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের সামরিক অভিযান ঘোষণার কয়েক মিনিট পরেই ইউক্রেনে বোমা ও ক্ষেপণাস্ত্র হামলা শুরু করে রুশ সেনারা। এরপর থেকে ইউক্রেন ও রাশিয়ার মধ্যে যুদ্ধ চলছে। ইতোমধ্যে ইউক্রেন ছেড়েছেন ২৫ লাখের বেশি মানুষ। এ ছাড়া যুদ্ধে ইউক্রেনের ১৩শ’ সেনা নিহত এবং রাশিয়ার ১২ হাজার সৈন্য নিহত হয়েছে বলে দাবি করেছে ইউক্রেন। তবে রাশিয়া বলছে, যুদ্ধে তাদের প্রায় ৫০০ সৈন্য নিহত এবং ইউক্রেনের আড়াই হাজারের বেশি সেনা নিহত হয়েছেন।

এ ছাড়া জাতিসংঘ জানিয়েছে, রুশ অভিযানে ইউক্রেনে ৫৬৪ বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ৪১ শিশু রয়েছে। যুক্তরাষ্ট্র বলছে, ইউক্রেনে আনুমানিক ৫ থেকে ৬ হাজার রুশ সেনা নিহত হয়েছে।

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন