কঙ্গোতে ট্রেন দুর্ঘটনায় নিহত ৬১

জিবিনিউজ24ডেস্ক//

আফ্রিকার দেশ কঙ্গোতে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় অন্তত ৬১ জনের প্রাণহানি ঘটেছে। বৃহস্পতিবার দুপুরে দেশটির দক্ষিণ-পূর্বাঞ্চলের বুয়োফওয়ে গ্রামে প্রবেশ করলে ট্রেনটি লাইনচ্যুত হয়। ফলে ১৫টি ওয়াগনের মধ্যে ৭টিই খাদে পড়ে যায়। এতে হতাহতের ঘটনা ঘটে।

বার্তা সংস্থা এএফপি এক প্রতিবেদনে জানায়, ট্রেন অপারেটর অবকাঠামোর পরিচালক মার্ক মায়োঙ্গা এনদাম্বো স্থানীয় সময় শনিবার (১২ মার্চ) জানান, দুর্ঘটনায় ৬০ জন নিহত হয়েছেন। যাদের মধ্যে নারী-শিশুও রয়েছে। আহত আরও ৫২ জনকে উদ্ধার করা হয়েছে বলে জানা গেছে।

 

জানা গেছে, ট্রেনটি ১৫টি ওয়াগন দিয়ে তৈরি ছিল। যার মধ্যে ১২টি খালি ছিল। ট্রেনটি লুয়েন থেকে টেনকে শহরের দিকে যাচ্ছিলো।

কঙ্গোতে ধারণক্ষমতার চেয়ে অতিরিক্ত যাত্রী এবং মালামাল বহন করার কারণে প্রায়ই ট্রেন দুর্ঘটনা ঘটে। গতবছর অক্টোবরেও একই প্রদেশে ট্রেন দুর্ঘটনায় ৯ জন নিহত হন। ২০১৯ সালেও দেশটির কাসাই প্রদেশে ট্রেন দুর্ঘটনায় নিহত হন ২৪ জন এবং আহত হন ৩১ জন।

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন