জামিন পেলেন সাংবাদিক কনক সারোয়ারের বোন

জিবিনিউজ24ডেস্ক//

ডিজিটাল নিরাপত্তা আইন এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়ের করা পৃথক দুই মামলায় সাংবাদিক কনক সারোয়ারের বোন নুসরাত শাহরিন রাকাকে জামিন দিয়েছেন হাইকোর্ট।

সোমবার (১৪ মার্চ) বিচারপতি মো. হাবিবুল গণি ও বিচারপতি এস এম মজিবুর রহমানের হাইকোর্ট বেঞ্চ তাকে জামিন দেন।

 

আদালতে রাকার পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী জয়নুল আবেদীন, জেড আই খান পান্না ও জামিউল হক ফয়সাল। আর রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এস এম মুনীর।

ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে রাষ্ট্রবিরোধী তৎপরতার অভিযোগে রাকাকে গ্রেপ্তার করা হয়। পরে তার বিরুদ্ধে উত্তরা পশ্চিম থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে একটি এবং মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে আরেকটি মামলা করা হয়।

ওই দুই মামলায় বিচারিক আদালতে তার জামিন আবেদন নামঞ্জুর হয়। পরে হাইকোর্ট জামিন আবেদন করে রাকা।

এর আগে, গত ৪ অক্টোবর দিনগত রাতে রাজধানীর উত্তরায় অভিযান চালিয়ে রাকাকে গ্রেফতার করে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সদস্যরা। র‌্যাবের দাবি ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে রাষ্ট্রবিরোধী তৎপরতার কারণে তাকে গ্রেপ্তারকরা হয়। এরপর তার বিরুদ্ধে উত্তরা পশ্চিম থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে একটি ও মাদক আইনে আরেকটি মামলা করে র‌্যাব।

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন