ড্রেনের পানিতে ভাষছে নবজাতক শিশুর লাশ।
এনামুল হক আলম
মৌলভীবাজারে সিলেট রোডের বড়হাট এলাকায় অবস্থিত সূর্যের হাসি ক্লীনিকের প্রবেশ পথের গেইটের সামনের ড্রেন থেকে নবজাতক শিশুর লাশ পাওয়া গিয়েছে।
১৪ মার্চ ২০২২ ইং, রোজ সোমবার বিকেল ৫ ঘটিকায় লাশটি ড্রেনের পানিতে ভাষমান অবস্থায় দেখতে পান স্থানীয় একজন লোখ,পরে তিনি পাশে থাকা সূর্যেরর হাসি ক্লীনিকের দ্বায়ীত্বপ্রাপ্ত ম্যানেজার মাহমুদুর রহমান কে বিষয় টি অবগত করেন।
পরে ক্লীনিকের ম্যানেজার মাহমুদুর রহমান মৌলভীবাজার পৌরসভার ৬নং ওয়ার্ড কাউন্সিলর জালাল আহমদ কে বিষয় জানান, পরে জালাল আহমদ নিজে ঘটনাস্থলে এসে লাশ টি দেখেন তারপর মৌলভীবাজার মডেল থানায় ফোন দিয়ে জানান।
এই সংবাদ পরিবেশনের আগ পর্যন্ত লাশটি এখনও ড্রেনের পানিতে ভাষছে বলে জানা গেছে।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন