চলে গেলেন প্রখ্যাত চলচ্চিত্র পরিচালক আজিজুর রহমান

জিবিনিউজ24ডেস্ক//

বাংলা চলচ্চিত্রের নক্ষত্র পতন। না ফেরার দেশে চলে গেলেন প্রখ্যাত চলচ্চিত্র পরিচালক এবং বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির আজীবন সদস্য আজিজুর রহমান।

বাংলাদেশ সময় রাত ১১টায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮২ বছর। আজিজুর রহমানের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন চলচ্চিত্র পরিচালক মনতাজুর রহমান আকবর।

 

ফেসবুক তিনি লিখেছেন, ‘আমার ওস্তাদ চলচ্চিত্রের পিতা শ্রদ্ধেয় আজিজুর রহমান আর নেই। রাত ১১টায় কানাডাতে ইন্তেকাল করেছেন।’

এছাড়া আজিজুর রহমানের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি সোহানুর রহমান সোহান।

প্রায় দুই বছর ধরে কানাডার টরেন্টোতে ছেলে-মেয়ের সঙ্গে বসবাস করছিলেন আজিজুর রহমান। বার্ধক্যজনিত নানা সমস্যায় ভুগছিলেন তিনি। গত বছর গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন।

আজিজুর রহমান ১৯৩৯ সালের ১০ অক্টোবর বগুড়ার সান্তাহার রেলওয়ে জংশন শহরে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম রুপচাঁন প্রামানিক। তিনি স্থানীয় আহসানুল্লাহ ইনস্টিটিউট থেকে এসএসসি পাস ও ঢাকা সিটি নাইট কলেজ থেকে এইচএসসি পাস করেছেন। চারুকলা আর্ট ইনস্টিটিউটে কমার্সিয়াল আর্টে ডিপ্লোমা করেছেন।

অনেক সফল চলচ্চিত্রের পরিচালক আজিজুর রহমান। ১৯৫৮ সালে ‘এ দেশ তোমার আমার’ চলচ্চিত্রে এহতেশামের সহকারী হিসেবে ক্যারিয়ার শুরু করেন। তার নির্মিত প্রথম চলচ্চিত্র ময়মনসিংহের লোককথা নিয়ে ‘সাইফুল মূলক বদিউজ্জামান’ মুক্তি পায় ১৯৬৭ সালে।

জীবদ্দশায় আজিজুর রহমান ৫৪টি চলচ্চিত্র নির্মাণ করেছেন। সেগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো— ‘ছুটির ঘণ্টা’, ‘অশিক্ষিত’, ‘মাটির ঘর’, ‘জনতা এক্সপ্রেস’, ‘সাম্পানওয়ালা’, ‘ডাক্তার বাড়ি’, ‘গরমিল’ ও ‘সমাধান’ ইত্যাদি।

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন