জিবিনিউজ24ডেস্ক//
রুশ সামরিক অভিযানে বিপর্যস্ত হয়ে পড়েছে সাবেক সোভিয়েত ইউনিয়নের দেশ ইউক্রেন। বিশ্বের দ্বিতীয় বৃহত্তম পরাশক্তি রাশিয়ার এই অভিযানে এরই মধ্যে দেশটিতে অবকাঠামোগত ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। নানা ক্ষয়ক্ষতির মধ্যে চরমে পৌঁছেছে বিদ্যুতের সংকট।
পরিস্থিতিতি বিবেচনায় ইউক্রেনকে পাঁচ শতাধিক জেনারেটর দেওয়ার ঘোষণা দিল যুক্তরাজ্য। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন এই ঘোষণা দিয়েছেন।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সরাসরি জেনারেটর চেয়ে যুক্তরাজ্যকে অনুরোধ করার পর দেশটির পক্ষ থেকে এই ঘোষণা আসল।
জেনারেটরগুলো আশ্রয়কেন্দ্র এবং হাসপাতালসহ প্রয়োজনীয় সেবার জন্য বিদ্যুৎ সরবরাহের কাজে ব্যবহার হবে। সেই সঙ্গে প্রায় ২০ হাজার বাড়িতে পর্যাপ্ত বিদ্যুৎ সরবরাহ করবে এগুলো।
উল্লেখ্য, গত ২৪ ফেব্রুয়ারি ভোর থেকে ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে রাশিয়া। এরই মধ্যে সোমবার ১৯তম দিনে গড়িয়েছে এই অভিযান। বিগত ১৮ দিনে ইউক্রেনের বেশ কয়েকটি নগরী দখলে নিয়েছে রুশ বাহিনী। সূত্র: বিবিসি
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন