মৌলভীবাজার প্রতিনিধি \ ডিজিটাল আর্থিক ব্যবস্থায় : ন্যায্যতা এই শ্লোগান নিয়ে মৌলভীবাজারে বিশ্ব ভোক্তা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষ্যে গত ১৫ মার্চ মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) আব্দুল হক এর সভাপতিত্বে আলোচনা অনুুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মীর নাহিদ আহসান। স্বাগত বক্তব্য রাখেন, জাতীয় ভোক্ত অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মৌলভীবাজারের সহকারী পরিচালক মোঃ আল আমিন। আলোচনা সভায় বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক কাজী লুতফুল বারী,মতস্য কর্মকর্তা মো: মিজানুর রহমান, সাংবাদিক নজরুল ইসলাম মুহিব, ডাক্তার এ,কে জিল্লুল হক,আওয়ামীলীগ নেতা সাইফুর রহমান বাবুল, চেম্বার অব কমার্স এর পরিচালক হাসান আহমেদ জাবেদ প্রমুখ।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন