২০ মার্চ থেকে ‘ফ্যামিলি কার্ডে’ পণ্য বিক্রি শুরু

জিবিনিউজ24ডেস্ক//

আগামী ২০ মার্চ থেকে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ- টিসিবির পণ্য বিক্রিতে যুক্ত হচ্ছে ফ্যামিলি কার্ড। এজন্য দেশব্যাপী এক কোটি পরিবারের তালিকা চূড়ান্ত করা হয়েছে।

মঙ্গলবার (১৫ মার্চ) টিসিবি জানিয়েছে ঢাকা সিটি করপোরেশনের বাইরে সারা দেশে একযোগে এই কার্যক্রম চলবে।

 

সংশ্লিষ্ট সূত্র জানায়, করোনাকালে প্রধানমন্ত্রীর নগদ অর্থ সহায়তা পেয়েছেন ৩৮ লাখ ৫০ হাজার সুবিধাভোগী। তাদের সবাই পাচ্ছেন ‘ফ্যামিলি কার্ড’। এর সঙ্গে নতুনভাবে যুক্ত হয়েছে আরো ৬১ লাখ ৫০ হাজার পরিবার। মোট এককোটি পরিবার এখন ফ্যামিলি কার্ডের আওতায়।

টিসিবি জানিয়েছে, ফ্যামিলি কার্ডের মাধ্যমে সাশ্রয়ী মূল্যে একসঙ্গে দুই লিটার ভোজ্যতেল, দুই কেজি চিনি, দুই কেজি ছোলা, দুই কেজি মসুর ডাল ও পাঁচ কেজি পেঁয়াজের প্যাকেট দেওয়া হবে।

প্রতি লিটার সয়াবিন তেলের দাম ১১০ টাকা, প্রতি কেজি চিনি ৫৫ টাকা, মসুর ডাল ৬৫ টাকা, পেঁয়াজ ৩০ টাকা দরে বিক্রি করবে টিসিবি। তবে ছোলার দাম এখনও নির্ধারণ করা হয়নি।

প্রত্যেক কার্ডধারী রোজার আগে এবং রোজার মধ্যে দুই দফায় পণ্য পাবেন। প্রথম কিস্তির পণ্য পাবেন ২০ মার্চ থেকে। দ্বিতীয় কিস্তির পণ্য দেওয়া হবে রোজার মাঝামাঝি সময়ে।

এর আগে মঙ্গলবার সকা‌লে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবনে ১৪ দলীয় জোটের নেতাদের সঙ্গে বৈঠকে বলেন, এক কোটি স্বল্প আয়ের মানুষ আমরা স্পেশাল কার্ড দেবো। যেটা দিয়ে তারা ন্যায্যমূল্যে জিনিস কিনতে পারবেন।

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন