জিবিনিউজ24ডেস্ক//
তিন মাস ছয়দিন পর করোনায় মৃত্যুশূন্য দিন দেখলো বাংলাদেশ। গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় কারো মৃত্যু হয়নি। ফলে মোট মৃত্যু ২৯ হাজার ১১২ জনই রয়েছে। একই সময়ে নতুন করে করোনা শনাক্ত হয়েছেন ২১৭ জন। এ নিয়ে দেশে মোট করোনা শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল ১৯ লাখ ৪৯ হাজার ৯৪২ জনে।
মঙ্গলবার (১৫ মার্চ) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এর আগে, সর্বশেষ গত বছরের ৯ ডিসেম্বর করোনায় মৃত্যুশূন্য দিন দেখেছিল বাংলাদেশ।
২০২০ সালের ৮ মার্চ দেশে করোনা ভাইরাসের প্রথম রোগী শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ করোনায় আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়। এরপর প্রতিদিনই আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বাড়তে থাকে। দেশে সর্ব প্রথম করোনায় মৃত্যুশূন্য দিন ছিল গত বছরের ২০ নভেম্বর।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন